WB Election 2021: বিজেপিতে যোগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ব্যাখ্যা শ্রাবন্তীর
নিজের ট্যুইটার হ্যান্ডেলে শ্রাবন্তী লিখেছেন, “জীবনের প্রণাম। গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি। একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক।“
কলকাতা: বিজেপিতে যোগ দিয়েছেন গতকাল। আর এই সিদ্ধান্তকেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করলেন শ্রাবন্তী। শুধু তাই নয়, সোনার বাংলা গড়ে ওঠা নিয়েও আশা প্রকাশ করেছেন তিনি। আজ, মঙ্গলবার ট্যুইট করেছেন সদ্য বিজেপি যোগদানকারী অভিনেত্রী।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে শ্রাবন্তী লিখেছেন, “জীবনের প্রণাম। গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি। একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক।“আর এই ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ট্যাগ করেছেন তিনি।
পদ্মে ফের গ্ল্যামারের ছোঁয়া। বিধানসভা ভোটের দিন ঘোষণার পর, বিজেপিতে যোগ দেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী। পদ্ম-পতাকা হাতে নিয়েই শ্রাবন্তী সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। বিজেপির প্রার্থী তালিকায় শ্রাবন্তীর নাম থাকতে পারে বলে জল্পনা তুঙ্গে।
গতকাল, সোমবার সন্ধেয় জে ডব্লু ম্যারিয়ট হোটেলে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। শ্রাবন্তীর হাতে পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপিতে যোগদানের পর শ্রাবন্তী গতকাল বলেন, ‘‘মোদিজিকে ফলো করি, স্পিচ শুনি, ভাল লাগে, আপনাদের সাপোর্ট চাই, আমাদের বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে হবে৷’’
‘গয়নার বাক্স’, ‘অমানুষ’, ‘কাটমুন্ডু’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বুনো হাঁস’ ছবির অভিনেত্রী শ্রাবন্তীকে তৃণমূলের মঞ্চে একাধিকবার দেখা গেছে। তাহলে ভোটের দিন ঘোষণার ঠিক পরেই তিনি পদ্ম-দলে লাফ দিলেন কেন? তাহলে কি বিজেপির প্রার্থীতালিকায় জায়গা পেতে পারেন শ্রাবন্তী? অভিনেত্রী ও বিজেপিতে যোগদানকারী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘ভোটে দাঁড়াব কি না, সেটা পার্টি ঠিক করবে ৷’’