![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Election 2021: প্রথম দফার ভোটের আগে আজ জমজমাট প্রচার হেভিওয়েটদের
২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট
![WB Election 2021: প্রথম দফার ভোটের আগে আজ জমজমাট প্রচার হেভিওয়েটদের West Bengal Election 2021: Amit Shah to Mamata Banerjee J P Nadda Political biggies campaign today in Bengal ahead of elections WB Election 2021: প্রথম দফার ভোটের আগে আজ জমজমাট প্রচার হেভিওয়েটদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/23/b28278d7e6ff434fa338e65f2ad044bd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে জমজমাট প্রচার। আজ ফের রাজ্যে নির্বাচনী সভা করবেন অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখানে মধ্যাহ্নভোজ সেরে চলে যাবেন পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর শহরের কেরানিতলা মোড় থেকে বটতলা মোড় গোলকুঁয়ার চক পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ।
এর পাশাপাশি, আজই ঘাটালে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
বাঁকুড়ায় প্রচার করবেন দিলীপ ঘোষ। প্রথমে ছাতনায় রোড শো। এরপর রানিবাঁধে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি।
আজ পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন তৃণমূলনেত্রী।
দুই মেদিনীপুরে নির্বাচনী কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেশপুর, চন্দ্রকোণার জনসভার পাশাপাশি আজ কাঁথির অধিকারী-গড়ে রোড শো করবেন অভিষেক।
ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরে আজ প্রচার করবেন শুভেন্দু অধিকারীও। ঝাড়গ্রামের নয়াগ্রাম ও বিনপুরে পরপর দুটি জনসভার পর ঝাড়গ্রাম বিধানসভায় রোড শো।
এরপর সন্ধেয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম ও নন্দকুমার বিধানসভায় বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করবেন শুভেন্দু অধিকারী।
খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সমর্থনে আজ সকালে রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডে পদযাত্রা করে, ভোটের প্রচার করেন।
দিলীপ ঘোষ বলেন, খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেস জিতার পর দিন থেকে গুন্ডা রাজ শুরু হয়ে গেছে। গোলবাজারের যে ব্যবসায়ীকে গুলি মেরে খুন করা হয়েছিল। এখন তার ছেলের মাথায় বন্দুক রেখে জোর করে টাকা না হচ্ছে। এই রাজ খড়গপুর আর সহ্য করবে না। খড়্গপুরে জঙ্গল রাজ দরকার নেই। অ্যাডমিনিস্ট্রেশন ভালো দরকার। এখানে পুলিশ, গুন্ডা ও নেতা মিলে মানুষদের লুটছে ও হয়রান করছে। খড়্গপুরের মানুষ আর অশান্তি সহ্য করবে না। একমাত্র বিজেপি তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। তাই এই শহরে হিরণ চট্টোপাধ্যায় কে ভোট দিয়ে বিজেপিকে জিতান।
বাঁশদ্রোণী এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবারই প্রথম বিধানসভা ভোটে লড়ছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)