WB Election 2021 LIVE Updates: সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে তলব ইডির
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ঢাক নিয়ে প্রচার বিজেপি প্রার্থী বাবুলের

Background
মালদা, জলপাইগুড়ি থেকে জগদ্দল, দুর্গাপুর। প্রার্থী তালিকা ঘোষণা হতেই জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। পার্টি অফিস ভাঙচুর। দলের সব পদ ছাড়লেন তপন শিকদারের ভাইপো সৌরভ।
কলকাতার ২ কেন্দ্র নিয়ে অস্বস্তিতে বিজেপি। আপত্তি সত্বেও প্রার্থী, দাবি চৌরঙ্গীর প্রার্থী শিখা মিত্রের। বিজেপিতেই যোগ দিইনি, দাবি কাশীপুরের তৃণমূল বিধায়কের স্বামী তরুণ সাহার। সমন্বয়ের অভাব মানলেন রাহুল।
ভবানীপুরে রুদ্রনীলকে দাঁড় করিয়ে চমক দিল বিজেপি। বেহালা পশ্চিমে প্রার্থী হওয়ার পরেই দেওয়াল লিখন শ্রাবন্তীর। বরানগরে পার্নো। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা, বালিতে বৈশালী, মানিকতলায় কল্যাণ চৌবে।
কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী মুকুল রায়, বীজপুরে শুভ্রাংশু। ভাটপাড়ায় অর্জুন-পুত্র পবন। শান্তিপুরে জগন্নাথ, বিধাননগরে সব্যসাচী, হাবড়ায় রাহুল, রাজারহাটে শমীক। নাটাগুড়িতে মিহির, কালনায় বিশ্বজিৎ।
বঙ্গের ভোটের প্রচারেও এবার পুলওয়ামা, বাটলা হাউসের প্রসঙ্গ টেনে মমতাকে আক্রমণে মোদি। কিছু না পেয়ে সেনার আশ্রয়, খোঁচা তৃণমূলের।
ভোট লুঠ করতে বিজেপির নেতারা বেরিয়েছে। লুঠেরা এলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যান, গড়বেতায় হুঙ্কার মমতার।
পুরুলিয়ার সভা থেকে তৃণমূল-মাও যোগে আক্রমণে প্রধানমন্ত্রী। মাওবাদীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ। হিংসার পথ থেকে মূল স্রোতে মাওবাদীদের ফিরিয়েছেন তো মমতাই, অভিযোগ উড়িয়ে পাল্টা ফিরহাদ।
ভোটের আগেই রণক্ষেত্র নন্দীগ্রাম। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। শুভেন্দু সোনাচূড়া ছাড়তেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দু’পক্ষের বেশ কয়েকজন আহত। প্রতিবাদে অবরোধ।
ঘাটালে আক্রান্ত বিজেপি প্রার্থী। লাঠি, জুতো দিয়ে মারধর। পায়ের ক্ষতে এখনও জমে রক্ত। গড়বেতার সভায় নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। ৭দিন পরে নন্দীগ্রামের ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ ফরেন্সিকের।
ভোটের মুখে অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি। পুরুলিয়ার সভা থেকে হুঙ্কার মোদির। মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা, পাল্টা জ্যোতিপ্রিয়।
West Bengal Election 2021: গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতার রাসবিহারীর বাড়ি বাজেয়াপ্ত ইডির
গরু পাচারকাণ্ডে এবার যুব তৃণমূল নেতার রাসবিহারীর বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, গরু ব্যবসায়ী এনামূল হকের থেকে ৬ কোটি টাকা নিয়ে শেয়ার কিনেছিলেন বিনয় ও বিকাশ মিশ্র।
WB Election 2021 LIVE: সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে তলব ইডির
সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি।





















