WB Election 2021 LIVE Updates: শিশিরের পর এবার বিজেপিতে দিব্যেন্দু অধিকারী?
West Bengal Assembly Election 2021 LIVE Updates: গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে কাশীপুর থানা এলাকার চালতাবেড়িয়ায় অভিযান চালায় পুলিশ
LIVE
Background
রেশনে ১ টাকা কেজিতে চাল-গম, ৫ টাকায় চিনি, ৩ টাকায় নুন। ইস্তেহারে উল্লেখ বিজেপির। মা-এর পাল্টা অন্নপূর্ণা ক্যান্টিনে ৫ টাকা করে তিনবেলা খাবার। ভাঁওতাবাজি,গুজরাতির হাতে কেন ইস্তেহার? খোঁচা অভিষেকের।
কেজি থেকে পিজি, নারী শিক্ষা বিনামূল্যে। সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ। সরকারি বাসে যাতায়াত ফ্রি। গোটাটাই তৃণমূলের অনুকরণ। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের কী অবস্থা? খোঁচা সৌগতর।
কাটমানি ছাড়াই অ্যাকাউন্টে কিষাণ নিধির টাকা। কয়লা-বালি পাচার রুখতে টাস্ক ফোর্স। দুর্নীতি রোধে হেল্পলাইন। মতুয়া ভোটব্যাঙ্ককে মাথায় রেখে শরণার্থী পরিবারকে বছরে ১০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত।
উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবনে ৩ এইমস। অনুকরণ, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প কই, প্রশ্ন তৃণমূলের। নোবেল-অস্কারের আদলে টেগোর ও সত্যজিত্ পুরস্কার, স্বাস্থ্যে কাদম্বিনী, শিক্ষায়তহবিল বিদ্যাসাগরের নামে, আশ্বাস ইস্তেহারে।
এক শটে বাংলার বাইরে ফেলব বিজেপিকে। হুঙ্কার মমতার। বাংলার উন্নয়নে লাথি মারতে দেব ন, বাঁকুড়ায় পাল্টা মোদি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কদর্য আক্রমণের অভিযোগে কমিশনে নালিশ বিজেপির।
ভোট রক্ষা করুন। বোতাম টিপে দেখবেন মেশিনে ভোট ভরা আছে কি না, ইভিএম নিয়ে সরব মমতা। হারের ভয়ে এখন থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন। ১০ বছর তো এই ইভিএম-ই ক্ষমতায় রেখেছে, পাল্টা মোদি।
প্রথম দফা ভোটের ৬ দিন আগে বিজেপিতে শিশির অধিকারী। রোজ গালাগাল দিচ্ছে, কী বলব! আক্ষেপ প্রবীণ সাংসদের। গদ্দারদের বুঝতে পারিনি। বোল্ড আউট করুন। কাঁথির সভা থেকে হুঙ্কার মমতার।
ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন? জল্পনা উসকে কলকাতার ভোটার হলেন বাঙালিবাবু। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় তৈরি হল ভোটার কার্ড।
কোচবিহারে সিতাইয়ে বিজেপির সভায় হামলা, দিনহাটায় বিজেপি কার্যালয়ে আগুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা শাসক দল। উত্তরপাড়ায় প্রহৃত বিদায়ী কাউন্সিলর, থানার সামনে বিক্ষোভ তৃণমূলের।
WB Election 2021: ৩০ মার্চ নন্দীগ্রামে শুভেন্দুর রোড শোয়ে মিঠুন
৩০ মার্চ নন্দীগ্রামে শুভেন্দুর রোড শোয়ে মিঠুন। ৩০ মার্চ টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাজার রোড শো। রোড শোয়ে থাকবেন মিঠুন চক্রবর্তী, জানালেন শুভেন্দু। একই দিনে নন্দীগ্রামের রেয়াপাড়ায় অমিত শাহের রোড শো। রেয়াপাড়ায় রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
West Bengal Election 2021: মিঠুন চক্রবর্তীর ভোটার কার্ড হাতে পেলেন পরিবারের সদস্যরা
মিঠুন চক্রবর্তীর ভোটার কার্ড হাতে পেলেন পরিবারের সদস্যরা। মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগদানের পর এবার কী ভোটে লড়বেন তিনি? এই জল্পনাকে আরও উসকে দিয়েছে মিঠুনের বাংলার ভোটার হওয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, কাশীপুর-বেলগাছিয়ার ভোটার হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়িও।
WB Election 2021 LIVE: বর্ধমানে বিস্ফোরণে শিশুমৃত্যু, নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি
বর্ধমানে বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
West Bengal Election 2021: নন্দীগ্রামের সভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর
পুলওয়ামার পরে বাংলার ভোটে ফিরল ‘পাকিস্তান’। অঞ্চলে অঞ্চলে ছোট ছোট পাকিস্তান। পাকিস্তান জিতলে বোমা ফাটায়। এদের হাতে ছাড়বেন কি না, ভাবতে হবে। নন্দীগ্রামের সভায় তৃণমূলকে আক্রমণে শুভেন্দু।
WB Election 2021: কলকাতা, বিধাননগর সহ রাজ্যের ৫ পুরসভায় প্রশাসক বদল
কলকাতা, বিধাননগর সহ রাজ্যের ৫ পুরসভায় প্রশাসক বদল হল। নির্বাচন কমিশনের সুপারিশমতো মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি আজ এক নির্দেশিকায় প্রশাসক বদলের কথা জানায়। রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে আইএসএস অফিসারদের নিয়োগ করা হয়েছে প্রশাসক পদে।