এক্সপ্লোর
West Bengal Election 2021:'ইডি-সিবিআইয়ের ভয়ে দলত্যাগ কয়েকজনের, কালো হয়ে বিজেপিতে গেলে সাদা'! কটাক্ষ মমতার
কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন, গোটা দেশে একনায়কতন্ত্র চলছে। বিরোধীদের সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছে কেন্দ্র। তিনি বলেছেন, তৃণমূলের কয়েকজন দলত্যাগ করেছে, সিবিআই, ইডি-র ভয়ে।’

রানাঘাট: নদিয়ার রানাঘাটে জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্নীতি নিয়ে বিজেপি তৃণমূলকে লাগাতার নিশানা করছে। এরইমধ্যে দলবদল করে বিজেপিতে বেশ কয়েকজন তৃণমূল নেতা সামিল হয়েছেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'কালো হয়ে বিজেপিতে গেলে সাদা হয়ে যাচ্ছে’। উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। নারদ ঘুষকাণ্ডে নাম রয়েছে শুভেন্দুরও। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরই দলের ওয়েবসাইটে নারদ কেলেঙ্কারি সংক্রান্ত শুভেন্দুর ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন, গোটা দেশে একনায়কতন্ত্র চলছে। বিরোধীদের সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছে কেন্দ্র। তিনি বলেছেন, তৃণমূলের কয়েকজন দলত্যাগ করেছে, সিবিআই, ইডি-র ভয়ে।’ মমতার দাবি, ‘বিজেপি এখন ভারতীয় জাঙ্ক পার্টি।’ নদিয়ায় রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ানও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘ইসকনকে ৭০০ একর জমি দিয়েছি। পর্যটন হাব গড়তে জমি দিয়েছি। আগে শুধু ভোট-পলিটিক্স হত। এখন নদিয়া জুড়ে উন্নয়নের ছোঁয়া।একসময়ে লোডশেডিং হত, আজ সেই বস্তুটাই নেই।’ ‘ভোটের আগে বিজেপির চাকরির প্রতিশ্রুতিকেও একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, ‘মিথ্যা বলায় ওদের কোনও জুড়িদার নেই। ভোট এলে বলে সবাইকে চাকরি দেব। এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। তিনি বলেছেন, 'ভোটের আগে বিজেপি বলে সব মতুয়াকে নাগরিক করব, ভোটের পর পালিয়ে যায়। ৫০-৬০ বছর ধরে দেশে থাকলে এমনিতেই তো নাগরিক।’ মমতা বলেছেন, ‘মতুয়াদের বলছি, আপনারা সবাই নাগরিক। অসমে ১৯ লক্ষ বাঙালির নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা এ সব করি না, এনআরসি-এনপিআর করতে দেব না।আমি রাস্তায় নেমে একের পর এক মিছিল করেছি। মতুয়া-নমঃশূদ্রদের জন্য বোর্ড গড়েছি, টাকা দিয়েছি।’ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সাঁওতালিদের জন্য অ্যাকাডেমি গড়েছি, ভেদাভেদ নেই।’ স্কুল পড়ুয়াদের মধ্যে অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব বিতরণের কর্মসূতী হাতে নিয়েছে রাজ্য সরকার। মমতা এ ব্যাপারে বলেছেন, ‘১২ লক্ষ ট্যাব পাওয়া যাচ্ছে না, পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। ট্যাব কিনে স্কুলকে রসিদ দেখালেই হবে।’ চলতি কৃষক আন্দোলন নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘আমরা কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি।হরিয়ানাতে কৃষকরা আন্দোলন করছে, আপনারা দেখছেন না। নতুন আইনে জমিদার-জোতদাররা সব লুটে নিয়ে যাবে।’ কেন্দ্রের আয়ুষ্মাণ প্রকল্পেরও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে শতকরা ৪০ টাকা দিতে হবে। ‘রাজ্যের প্রকল্পে কোনও টাকা দিতে হয় না। এবার আপনারাই বলুন, কোন প্রকল্প বেশি ভাল। ‘কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে ব্যবস্থা নেওয়া হবে। গরিবকে হয়রান করলে মনে রাখবেন, আমরা লাইসেন্স দিই। মমতা বলেছেন, ‘উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল, আমিই করিয়েছিলাম। যে যেখানে যেমন আছেন, সেখানেই তিনি পাট্টা পাবেন।‘দেড় লক্ষ পরিবারকে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ‘আমি চাই পাট্টাহীন একটাও উদ্বাস্তু পরিবার যেন না থাকে।’ রাজ্যে এসে বিজেপি নেতাদের আদিবাসী-উদ্বাস্তু-কৃষক পরিবারে মধ্যাহ্নভোজনকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘সেজেগুজে ফাইভ স্টার হোটেলের খাবার খাচ্ছে। আমি ৬ টাকার পানীয় জল খাই। সফল হতে গেলে ধুলো মাখতে হয়, ওদের গায়ে ধুলো লাগে না। তোমরা মানুষ খুন করে কালি গায়ে মাখো।’ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আগে করেছে নোটবন্দি, এবার করবে জেলবন্দি। হেরেও দেখবেন ওরা ট্রাম্পের মতো বলবে জিতেছি। বাংলায় যা শিল্প হচ্ছে, লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। পুরোটা করতে দু’তিন বছর সময় লাগবে ।ওরা টাকা ছড়াচ্ছে, টাকা পেলে খেয়ে নেবেন, ওটা আপনাদের। বলছে সোনার বাংলা তৈরি করবে, এই বাংলা এখন তো বিশ্ববাংলা।’ ‘
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের





















