WB Election 2021: ভোটে লড়বেন মহাগুরু? মিঠুন চক্রবর্তীর ভোটার কার্ড পরিবারের হাতে
মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগদানের পর এবার কি ভোটে লড়বেন তিনি? এই জল্পনাকে আরও উসকে দিয়েছে মিঠুনের বাংলার ভোটার হওয়া।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মিঠুন চক্রবর্তীর ভোটার কার্ড হাতে পেলেন পরিবারের সদস্যরা। মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগদানের পর এবার কি ভোটে লড়বেন তিনি? এই জল্পনাকে আরও উসকে দিয়েছে মিঠুনের বাংলার ভোটার হওয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, কাশীপুর-বেলগাছিয়ার ভোটার হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীও।
আমি জলঢোরা নয়, বেলেবোরাও নয়, জাত গোখরো, এক ছোবলে ছবি। পরিসংখ্যান বলছে, ভারতে সাপের কামড়ে প্রতি বছর প্রায় ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়। এরসঙ্গে ভোটের কোনও সম্পর্ক না থাকলেও, প্রথমে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ভোটের বাজারে বারবার উঠে আসছে কেউটে, গোখরোদের প্রসঙ্গ। আর এই প্রেক্ষাপটেই জল্পনা জোরাল, শুধু বিজেপির হয়ে প্রচারে মারকাটারি ডায়লগ দেওয়াই নয়, এক্কেবারে ভোটেই দাঁড়িয়ে পড়তে পারেন মহাগুরু। কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের পাইকপাড়া। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার এই এলাকাতেই মিঠুন চক্রবর্তীর এক বোনের বাড়ি রয়েছে। এই ঠিকানাতেই ভোটার কার্ড তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী। সেই ভোটার কার্ড এবার হাতে পেলেন পরিবারের সদস্যরা। মিঠুন চক্রবর্তীর বোন শর্মিষ্ঠা সরকার জানিয়েছেন, ‘‘যে পার্টি করুক, আমরা সঙ্গে আছি। ও এই ঠিকানায় ভোটার কার্ড করেছে, খুব ভাল লাগছে৷’’
মিঠুন বসন্তকুমার চক্রবর্তীর নামে ভোটার কার্ড তৈরি হয়েছে। বাবা-র নাম বসন্ত কুমার চক্রবর্তী। ভোটার কার্ডে মিঠুন চক্রবর্তীর বাড়ির ঠিকানা রয়েছে, কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাইকপাড়া। বিজেপিতে যোগদানের আগে কলকাতায় এসে বেলগাছিয়ার বাড়িতেই উঠেছিলেন মিঠুন। এই বাড়ি থেকেই খাঁটি বাঙালি পোশাকে ব্রিগেড সমাবেশে যান মহাগুরু। তাৎপর্যপূর্ণভাবে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীও।
আলিপুরদুয়ার কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু, তাঁকে প্রার্থী করা নিয়ে আপত্তি জানায় বিজেপির জেলা নেতৃত্বের একাংশ। এরপরই অশোক লাহিড়ীর জায়গায় প্রার্থী করা হয় সুমন কাঞ্জিলালকে। এতদিন তিনি গুরগাঁওয়ের ভোটার ছিলেন। এবার তিনিও ভোটের মুখে বাংলার ভোটার হচ্ছেন। চুনিবাবুর বাজারের কাছে প্রান্তিক হাউজিং এস্টেট। এই আবাসনের বি-ব্লকের ৬ নম্বর ফ্ল্যাটে আছেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ঠিকানায় অশোক লাহিড়ীর ভোটার কার্ড তৈরি হয়েছে। এবার কি তাহলে অন্য কোনও আসন থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি ? অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর মতে, ‘‘আমার বেড়ে ওঠা এখানেই, এখানে ভোটার হতে পেরে ভাল লাগছে, প্রার্থী হওয়ার কথা এখনই ভাবছি না, হলে ভেবে দেখব।’’
বিজেপি সূত্রে দাবি, অশোক লাহিড়ীকে প্রার্থী করা হবে। তবে, উত্তরবঙ্গের কোনও আসন নাকি কলকাতার আশপাশ থেকে প্রার্থী করা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। তাঁকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই এগোনো হচ্ছে।