WB Election 2021: ভোটের মুখে মাথাভাঙা ও শীতলকুচিতে অস্ত্র উদ্ধার, বাকযুদ্ধে বিজেপি-তৃণমূল
রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা ভোটের মুখে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।এবার কোচবিহারের মাথাভাঙা ও শীতলকুচির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে সাফল্য পেল পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে ২টি রিভলভার,একটি ওয়ান শটার, ২০ রাউন্ড কার্তুজ ও ১২টি তাজা বোমা উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্র-সহ মাথাভাঙা এলাকা থেকে বিপিন বর্মন ও মহাবুল আলি খোন্দকরকে গ্রেফতার করা হয়েছে।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের মাথাভাঙা ও শীতলকুচির বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। আর এনিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা ভোটের মুখে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।এবার কোচবিহারের মাথাভাঙা ও শীতলকুচির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে সাফল্য পেল পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে ২টি রিভলভার,একটি ওয়ান শটার, ২০ রাউন্ড কার্তুজ ও ১২টি তাজা বোমা উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্র-সহ মাথাভাঙা এলাকা থেকে বিপিন বর্মন ও মহাবুল আলি খোন্দকরকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হতেই তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির। কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘তৃণমূলের অভিযোগ, বিজেপি নিয়ে এসেছে ভোটের আগে অশান্তি পাকাতে ৷’’
কোচবিহারের বিজেপি সম্পাদক রাজু রায় বলেন, ‘‘বিজেপির অভিযোগ, তৃণমূলই অশান্তি পাকাতে এগুলো রেখেছে ৷’’
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বেআইনি আগ্নেয়াস্ত্রর খোঁজ পেতে ভবিষ্যতেও তল্লাশি অভিযান চলবে।