West Bengal Election 2021: আগামীকাল ব্রিগেডে মোদি, তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি
গতকাল, শুক্রবার সভাস্থল ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর দাবি, রবিবারের সমাবেশ ঐতিহাসিক হবে। এদিকে, এদিনই কুকুর নিয়ে সভাস্থলে তল্লাশি চালাল পুলিশ। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা।
কলকাতা: আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। আর মোদির সভা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঙ্গার দিয়ে তৈরি হচ্ছে মূল মঞ্চ। এখানেই এলইডি দিয়ে তৈরি ভিডিও ওয়াল থাকবে। মূল মঞ্চের পাশেই তৈরি হচ্ছে আরও দুটো মঞ্চ।
গতকাল, শুক্রবার সভাস্থল ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর দাবি, রবিবারের সমাবেশ ঐতিহাসিক হবে। এদিকে, এদিনই কুকুর নিয়ে সভাস্থলে তল্লাশি চালাল পুলিশ। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। আজ, শনিবার সভাস্থলের ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন বিজেপি নেতারা। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থা থাকছে।
উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা ভোটের আগে ৩ এপ্রিল ব্রিগেডের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিল বিজেপি। প্রধানমন্ত্রীর জনসমাবেশে দর্শক-শ্রোতাদের মাথা জার্মান হ্যাঙ্গার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তখন বিরোধীদের অভিযোগ ছিল, ভিড় হবে না, তাই এটা লুকোতেই হ্যাঙ্গার টাঙিয়েছে বিজেপি। এবার প্রধানমন্ত্রীর ব্রিগেডে ইতিহাস গড়ার ডাক দিচ্ছে বিজেপি।
বাংলার হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ সফল করতে বুথ স্তর থেকে লোক আনায় জোর দিচ্ছে বিজেপি। নিচুতলার নেতাকর্মীদের বাইক র্যালি ও স্ট্রিট কর্নার করে মোদির ব্রিগেডের প্রচার করতে বলেছিল গেরুয়া শিবির। সেই কাজও ইতিমধ্যেই সেরে ফেলেছেন তাঁরা। গেরুয়া শিবিরের এই তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি বিরোধীরা। বিজেপি নেতৃত্বের বক্তব্য, নরেন্দ্র মোদির ব্রিগেডে রাজ্যের সব প্রান্ত থেকে মানুষ আসবেন। ইতিহাস তৈরি হবে।