WB Election 2021: শীতলকুচির পাগলাপীরে ভোটের লাইন চলল গুলি, মৃত ১
গুলিতে মৃত ব্যক্তি বিজেপি সমর্থক, দাবি পরিবারের ৷
কোচবিহার: শীতলকুচির পাগলাপীরে ভোটের লাইনে চলল গুলি৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের ৷ মৃত তাদের দলের সমর্থক বলে দাবি তৃণমূলের। যদিও পরিবারের দাবি, তিনি বিজেপি সমর্থক। মৃতের নাম আনন্দ বর্মন (১৮) ৷ ঘটনার পর বেআইনি জমায়েত সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ৷
চতুর্থ দফার ভোটে শুরুতেই কোচবিহারে চলল গুলি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে শীতলকুচি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ব়্যাফ নামানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷
শনিবার সকাল থেকেই কোচবিহারের শীতলকুচি অশান্ত ৷ শীতলকুচির জোড়া পাটকিতে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয় ৷ ২৬৫ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভোটদানে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি শীতলকুচির পাগলাপীরে এই গুলি চলার ঘটনা ঘটল ৷
আজ বাংলার পাঁচ জেলার ৪৪টি আসনে ভোট গ্রহণ চলছে। সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
একঝলকে ভোট-চতুর্থী
১০ এপ্রিল রাজ্যের ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোট।
উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।
দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।
কোন কোন আসনে ভোট-
কোচবিহার (৯)- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।
আলিপুরদুয়ার(৫)- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।
দক্ষিণ ২৪ পরগণা (১১)- সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ।
হাওড়া (৯)-উত্তর হাওড়া, বালি, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড়, উলুবেড়িয়া পূর্ব।
হুগলি (১০)- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।