WB Election 2021 Voting LIVE: সব রোড শো-র্যালিতে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের
West Bengal Election 2021, Sixth Phase Voting Percentage LIVE Updates: আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হবে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
LIVE
Background
ভোট ষষ্ঠীতে উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ।
উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।
জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-
উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।
নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
উত্তর দিনাজপুর (৯)-
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।
West Bengal Election 2021 LIVE: সব রোড শো-র্যালিতে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের
সব রোড শো-র্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের। আজ সন্ধে ৭টা থেকে সমস্ত রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা। বাইক, সাইকেল র্যালিতেও আজ থেকে কমিশনের নিষেধাজ্ঞা। সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে সর্বোচ্চ ৫০০জনকে নিয়ে। আগে দেওয়া সমস্ত র্যালির অনুমতিও বাতিল, জানাল কমিশন।
WB Election 2021 Voting LIVE: বাগদায় গুলি চালিয়েছে পুলিশ, জানাল কমিশন
বাগদায় গুলি চালিয়েছে পুলিশ, জানাল কমিশন। বাগদার ঘটনায় কমিশন জানিয়েছে, হামলাকারীদের থেকে বাঁচতেই গুলি চালানো হয়েছিল।
West Bengal Election 2021 LIVE: সপ্তম ও অষ্টম দফা নিয়ে কাল জরুরি বৈঠকে কমিশন
লাফিয়ে বাড়ছে করোনা। কী প্রস্তুতি শেষ দু দফার ভোটে? আগামীকাল সপ্তম ও অষ্টম দফা নিয়ে জরুরি বৈঠকে বসবে কমিশন। আগামীকাল সিইও-র সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ।
West Bengal Election 2021 LIVE: পিপিই কিট পরে ভোটদান করিমপুরের করোনা আক্রান্ত বিজেপি প্রার্থীর
পিপিই কিট পরে ভোট দিলেন করিমপুরের করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। কেঁচুয়াডাঙা প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন।
WB Election 2021 Voting LIVE: সভা বাতিল করে দিল্লি ফিরলেন অমিত, আগামীকালের রাজ্যে আসছেন না মোদি
কাল রাজ্যে প্রচারে আসছেন না নরেন্দ্র মোদি। ‘করোনা পরিস্থিতি পর্যালোচনায় কাল উচ্চ পর্যায়ের বৈঠক। সেই বৈঠকের কারণেই বাংলা সফর বাতিল’, ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী। তবে, ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সম্ভাবনা। এদিকে, আজ দুটি সভা বাতিল করে দিল্লি ফিরেছেন অমিত শাহ। গাজোল ও দুর্গাপুরের সভা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।