WB Election 2021: দুবরাজপুরে প্রার্থী বদলের দাবি, জেলা নেতৃত্বকে চিঠি স্থানীয় তৃণমূল নেতাদের
খানকার বর্তমান বিধায়ক তৃণমূলের নরেশ বাউড়ি। টিকিট পেয়েই এলাকায় প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী। দেওয়ালও লিখছেন। কিন্তু তৃণমূল সূত্রে খবর, দুবরাজপুরের প্রার্থী বদল করার দাবি জানিয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছেন স্থানীয় পুর প্রশাসক পীযূষ পাণ্ডে। চিঠি দিয়েছে খয়রাসোলের ১০ জন অঞ্চল সভাপতিও।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বীরভূমের দুবরাজপুরে প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ। প্রার্থী বদলের দাবি জানিয়ে জেলা নেতৃত্বকে চিঠি স্থানীয় পুরপ্রশাসক ও ১০ জন অঞ্চল সভাপতির। রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে, দাবি অনুব্রত মণ্ডলের। শাসক দলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
উত্তর ২৪ পরগনা থেকে উত্তর দিনাজপুর। নদিয়া হোক বা পশ্চিম বর্ধমান। প্রার্থী তালিকা ঘোষণার ৫ দিন পরেও কাটছে না অসন্তোষ! যা নিয়ে ভোটের মুখে প্রবল অস্বস্তিতে ঘাস-ফুল শিবির! বীরভূমের দুবরাজপুরে এবার অসীমা ধীবরকে প্রার্থী করেছে তৃণমূল। এখানকার বর্তমান বিধায়ক তৃণমূলের নরেশ বাউড়ি। টিকিট পেয়েই এলাকায় প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী। দেওয়ালও লিখছেন। কিন্তু তৃণমূল সূত্রে খবর, দুবরাজপুরের প্রার্থী বদল করার দাবি জানিয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছেন স্থানীয় পুর প্রশাসক পীযূষ পাণ্ডে। চিঠি দিয়েছে খয়রাসোলের ১০ জন অঞ্চল সভাপতিও। বীরভূমের তৃণমূল নেতা ও পুরপ্রশাসক পীযূষ পাণ্ডে জানান, এই প্রার্থী জিতবে না। তাই প্রার্থী বদলের দাবি জানিয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছি ৷
এর নেপথ্যে দলের একাংশের ষড়যন্ত্র রয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন দুবরাজপুরের তৃণমূল প্রার্থী অসীমা ধীবর ৷ তিনি জানান, তৃণমূলের একাংশের ষড়যন্ত্র। ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে ৷
প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন, প্রার্থীর নাম ঘোষণার পরই কর্মীদের কেউ কাজ করছেন না। আমরা বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।
এই নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। খয়রাশোলের বিজেপির মণ্ডল সভাপতি অমিত সাহা বলেন, তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূল যাকেই প্রার্থী করুক জিতব আমরাই ৷ শেষমেশ কী হবে লালমাটির জেলায়?২ মে ভোটের ফলে মিলবে উত্তর।