WB Election 2021 Voting: "চমকাবেন না, ৩ দিন পর আমরাই ক্ষমতায়, তখন দেখে নেব", পুলিশকে হুমকি তৃণমূল নেতার
"শীতলকুচি করার ইচ্ছে আছে?..." বলতে শোনা গিয়েছে ওই নেতাকে
পূর্ব বর্ধমান: আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। ৩ দিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব। এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। শীতলকুচি করার ইচ্ছে আছে? আমাদের গ্রামে ভোট মানে উৎসব। ভোটের দিন সকালে বুথের বাইরে দাঁড়িয়ে হুমকি দিতে শোনা যায় তৃণমূলের অঞ্চল সভাপতি অরূপ মিদ্যাকে।
পুলিশের দাবি, অশান্তির আশঙ্কায় দোকান বন্ধ করতে বলায় হুমকি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, হুমকি নয়, কথা কাটাকাটি হয়েছে, পুলিশই উল্টে হুমকি দেয়।
এদিকে, জেলার গলসিতে বিজেপির সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত মনোহর সুজাপুর গ্রামে। অভিযোগ, ২১৩ ও ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার পাশাপাশি, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। প্রতিবাদে মহিলারা এলাকায় বিক্ষোভ দেখান। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভোট চলাকালীন রাজুরগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। অস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের ভোটদানে বাধা ও মারধরেরও অভিযোগ ওঠে। পাল্টা বিজেপির সঙ্গে সংঘর্ষে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর।
আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-
উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।
নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
উত্তর দিনাজপুর (৯)-
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।