WB Election 2021: কেমন চলছে ভোট প্রস্তুতি, রাজারহাট-নিউটাউনে লাল পতাকা ওড়াতে পারবেন সপ্তর্ষি?
বাবা গৌতম দেব বাম আমলের মন্ত্রী। রাজনীতিতে ছেলের হাতেখড়ি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। প্রথমবার রাজ্যের ভোটযুদ্ধে নেমেই বাজিমাৎ করতে চাইছেন রাজারহাট নিউটাউনের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব। সাত সকালেই প্রার্থীর বাড়িতে ভিড় জমাচ্ছেন বাম-কর্মী-সমর্থকরা। ভোট প্রচারে বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁদের সঙ্গে একপ্রস্থ কথা সেরে নিচ্ছেন সপ্তর্ষি ... শুনছেন পরামর্শ ... দিচ্ছেন ব্রিফিং ...।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ছাত্র আন্দোলন থেকে ভোটের ময়দানে। রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে ভোট বৈতরণী পার করতে বামেদের বাজি একদা মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি। কেমন চলছে তাঁর ভোট প্রস্তুতি?
বাবা গৌতম দেব বাম আমলের মন্ত্রী। রাজনীতিতে ছেলের হাতেখড়ি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। প্রথমবার রাজ্যের ভোটযুদ্ধে নেমেই বাজিমাৎ করতে চাইছেন রাজারহাট নিউটাউনের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব। সাত সকালেই প্রার্থীর বাড়িতে ভিড় জমাচ্ছেন বাম-কর্মী-সমর্থকরা। ভোট প্রচারে বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁদের সঙ্গে একপ্রস্থ কথা সেরে নিচ্ছেন সপ্তর্ষি ... শুনছেন পরামর্শ ... দিচ্ছেন ব্রিফিং ...।
এর পর কর্মীদের মধ্যে পতাকা, টি শার্ট, টুপি বিলি ... যেগুলি রাখা থাকে বাড়ির স্টোর রুমে। প্রচার প্রস্তুতির মধ্যেই বাড়িতে হাজির ম্যাটাডর। যাতে বাজছে সাউন্ড বক্স। ম্যাটাডর আসতেই আর কালবিলম্ব না করে বাড়ি থেকে বেড়িয়ে পড়লেন বামেদের তরুণ তুর্কি। প্রথমে গাড়িতে করে সোজা গেলেন দলীয় কার্যালয়ে। সেখান থেকে মিছিল করে শুরু হল প্রচার ... সঙ্গে সঙ্গে চলল সাউন্ড বক্স দেওয়া ম্যাটাডর। সূর্য তখন মধ্য গগনে। কিন্তু গরম উপেক্ষা করেই এগিয়ে চলেছেন সপ্তর্ষি। গ্রামের মধ্যে ঘুরে ঘুরে চলছে জনসংযোগ। তার মধ্যেই ছোটদের কোলে তুলে আদর ৷ সকাল থেকে দুপুর পর্যন্ত টানা প্রচার চালিয়ে কিছুক্ষণের বিশ্রাম। মধ্যাহ্নভোজের পর ফের এলাকায় এলাকায় ভোট প্রচার চালাচ্ছেন সপ্তর্ষি। বিকেলের দিকে কখনও কর্মিসভা। কখনও আবার দলীয় কার্যালয়ে পরের দিনের প্রচারের ব্লু প্রিন্ট তৈরি করেছেন একদা এসএফআই-এর নেতা। এভাবেই চলছে সপ্তর্ষির ভোট প্রস্তুতি।
তবে সপ্তর্ষির লড়াই মোটেই সহজ নয়। ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে ২৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখানকার তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। অন্যদিকে ভাস্কর রায়কে টিকিট দিয়েছে বিজেপি।
তৃণমূল-বিজেপিকে টেক্কা দিয়ে রাজারহাট নিউটাউনে লাল পতাকা ওড়াতে পারবেন সপ্তর্ষি? উত্তর মিলবে ২ মে।