Abhijit Gangopadhyay : বাংলায় খরা বিজেপির, তারই মধ্যে এগিয়ে অভিজিৎ, 'আব কি বার ...' কী ভাবছেন তমলুকের প্রার্থী?
West Bengal Election Result 2024 : আগেরবারের জেতা বালুরঘাট, কোচবিহার, রায়গঞ্জ, হুগলি, বাঁকুড়া, আসানসোলেও পিছিয়ে পড়ল বিজেপি। তারই মধ্যে যে কটি দীপ জ্বলছে, তার মধ্যে অন্যতম অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সৌভিক মজুমদার, তমলুক : চারশ পারের হুঙ্কার দিয়ে গরিষ্ঠতা জোটাতেই হিমসিম খাচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশে উলটপুরাণ ঘটেছে ভোট মানচিত্রে। অখিলেশ-কংগ্রেস জোট বাজিমাত করে হু হু করে এগিয়েছে তাদের বিজয়রথ। বেশিরভাগ এক্সিট পোলের হিসেব উল্টে দিয়ে পশ্চিমবঙ্গে গতবারের থেকেও ভাল ফল করার পথে অনেকটাই এগিয়ে তৃণমূল। আগেরবারের জেতা বালুরঘাট, কোচবিহার, রায়গঞ্জ, হুগলি, বাঁকুড়া, আসানসোলেও পিছিয়ে পড়ল বিজেপি। তারই মধ্যে যে কটি দীপ জ্বলছে, তার মধ্যে অন্যতম অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
দুপুর ১ টা পর্যন্ত পাওয়া খবরে তমলুকে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি প্রার্থীর দাবি, ২ রাউন্ডের শেষে ৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এখনও যেহেতু গণনা অনেকটাই বাকি, এখনই কোনও প্রেডিকশন দিতে রাজি নন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সার্বিকভাবে দেশে বিজেপির ফল আশাব্যাঞ্জক তো নয়ই। আর বাংলায় তো বড়সড় ধাক্কা। বঙ্গে বিজেপির রথী-মহারথীরা আছড়ে পড়ার দিকে। কী মনে করেন প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী ? তিনি বললেন, ঘোষণা মতো ২-৩ রাউন্ডেরই ঘোষণা হয়েছে। এখনও বেশিরভাগ রাউন্ডের ঘোষণাই বাকি। এটা একটা প্রাথমিক ফল। অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা ।
সারা দেশে উল্লেখযোগ্যভাবে ভাল ফল করেছে কংগ্রেস। এনডিএ-কে জোর টক্কর দিয়েছে ইন্ডিয়া। এই ট্রেন্ড নিয়ে অভিজিৎ বললেন, ' এখনও অনেক রাউন্ড গণনা বাকি। তাই এখনই কোনও কিছু বলা ঠিক হবে না'
লোকসভা নির্বাচনের আগে গত মার্চে বিচারপতি পদ ছাড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। এরপর তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। তারপর থেকে বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। বিশেষত এক শ্রেণির মানুষ তাঁর তীব্র সমালোচনা শুরু করে। তারই মধ্যে তমলুক থেকে বিজেপির প্রার্থী হন তিনি। বিপরীতে তৃণমূল প্রার্থী করে দেবাংশু ভট্টাচার্যকে। কটাক্ষ, পাল্টা কটাক্ষে চড়তে থাকে রাজনীতির পারদ। ভোটের ফলাফল বেরনোর পর বিজেপি আশানুরূপ ফল না করলেও তমলুকে লিড নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন :
রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট