West Bengal Election Result 2024 Live : কাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক অভিষেককে যেতে বলব, জানালেন মমতা
West Bengal election result : গণনা কেন্দ্রের ( Counting Booth ) বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
LIVE
Background
আজ লোকসভা ভোটের ফলপ্রকাশ ( Loksabha Election Result ) । দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে মঙ্গলবার। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম ( EVM )। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম । গণনাকেন্দ্র গুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ( Counting Booth ) বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী।
রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা রয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সবথেকে কম ৯ রাউন্ড গণনা হবে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। ভোট গণনায় মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী থাকছেন।
WB Loksabha Election Result 2024: নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি-শাহের : মমতা বন্দ্যোপাধ্যায়
৪০০ পার দূরের কথা, আড়াইশোও ছুঁল না বিজেপি। ৩০০-র আগেই থামল এনডিএ জোট। 'এটা ইন্ডিয়া জোটের জয়, দেশের মা-বোনেদের জয়। নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি-শাহের। ক্ষমতায় না থাকলে এইটুকু আসনও পেত না বিজেপি। অবিলম্বে সব রাজ্যকে তার বকেয়া টাকা ফেরত দেওয়া হোক', বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal Loksabha Election Result 2024: বাংলায় সবুজ ঝড়, মমতা-অভিষেকেই আস্থা বঙ্গবাসীর
ইউসুফ পাঠানে কাছে হারলেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে দিলীপ ঘোষকে হারালেন কীর্তি আজাদ। বাংলায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরাহনগরে সজল ঘোষকে হারিয়ে জিতেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের মমতা-ম্যাজিক। বড় ধাক্কা বিজেপির।
West Bengal Loksabha Election Result 2024: যাদবপুরে জয়ী তৃণমূলের সায়নী ঘোষ
মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার। সবুজ ঝড়ে ফিকে মোদি হাওয়া। যাদবপুরে ২ লক্ষ ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
West Bengal Loksabha Election Result 2024: ঘাটালে হিরণকে বড় ব্যবধানে হারালেন দেব
ঘাটালে বড় ব্যবধানে বিজেপি পার্থী হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতলে তৃণমূলের তারকা প্রার্থী দেব।
WB Loksabha Election Result 2024: বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্ধ্যোপাধ্যায়
বরানগর বিধানসভা কেন্দ্রেও তৃণমূলের জয়। বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্ধ্যোপাধ্যায়। ৮ হাজার ১৮ ভোটে হার বিজেপি প্রার্থী সজল ঘোষের।