West Bengal Panchayat News Live: ভাঙড়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, অভিযোগের তির আইএসএফের দিকে
West Bengal Panchayat Election : নির্বাচন ও পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত সব খবর এই ব্লগে।
LIVE
Background
এক নজরে পঞ্চায়েতের খবর :
অভিষেকের নিশানায় বিচারব্যবস্থা : নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল, বিচারব্য়বস্থাকে নিশানা অভিষেকের। বললেন, রাজাশেখর মান্থা বিজেপির গুণ্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, আমি প্রোটেকশন চাইলে দেবে ?
'জয়ীদের ভবিষ্যৎ কোর্টের রায়ে' : পঞ্চায়েত ভোটে জয়ী সমস্ত প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে রইল হাইকোর্টের রায়ের ওপর। জেলাশাসকদের চিঠি কমিশনের। নোটিস নিয়ে দ্রুত অবহিত করতে নির্দেশ
ভোটের বলি ৫২: ভোট-সন্ত্রাসে মৃত্যু ৫০ পার। ভোটের দিন বিষ্ণপুরে আক্রান্ত বিজেপি প্রার্থীর মৃত্যু। এনআরএসে প্রাণ গেল রঘুনাথগঞ্জে আক্রান্ত তৃণমূল কর্মীর। বিষ্ণুপুরেই শাসক- দ্বন্দ্বে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু মায়ের।
পুলিশকে দুষলেন তাপস : ভোট-হিংসার জন্য এবার পুলিশকে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়।
রাজারহাটে নৌশাদকে বাধা: ভাঙড়ে যাওয়ার আগেই রাজারহাটে আটকানো হল নৌশাদ সিদ্দিকিকে। আজ ভাঙড়ে নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল নৌশাদের। নিখোঁজ প্রার্থী জাহানারা খাতুনের এখনও খোঁজ মেলেনি, অভিযোগ নৌশাদের। এলাকায় ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে ভাঙড় যেতে নৌশাদকে বাধা পুলিশের ভাঙড় যাবই, একবগ্গা নৌশাদ।
রবিশঙ্করের নিশানায় মমতা : কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের। বাম-জমানার সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ।
West Bengal Panchayat News : মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই তাজা বোমা
ভোটপর্ব মিটলেও বীরভূমে বোমা উদ্ধার চলছেই। এবার মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মাড়গ্রামে কালুয়া গ্রাম পঞ্চায়েতের তপন ও মহিল্লাপাড়ার মাঝে ওই এলাকায় কালভার্টের নীচ থেকে ৮০-৮৫টি বোমা উদ্ধার করে পুুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের দাবি।
West Bengal Panchayat News : মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই তাজা বোমা
ভোটপর্ব মিটলেও বীরভূমে বোমা উদ্ধার চলছেই। এবার মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মাড়গ্রামে কালুয়া গ্রাম পঞ্চায়েতের তপন ও মহিল্লাপাড়ার মাঝে ওই এলাকায় কালভার্টের নীচ থেকে ৮০-৮৫টি বোমা উদ্ধার করে পুুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের দাবি।
West Bengal News Live : ভোটপর্ব মেটার পরেও বীরভূমে বোমা উদ্ধার
ভোটপর্ব মেটার পরেও বীরভূমে বোমা উদ্ধার । মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই বোমা।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তল্লাশি চালায় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের দাবি
Panchayat Poll News : নৌশাদের সঙ্গে নকশাল যোগের অভিযোগ সওকত মোল্লার
ভাঙড়ের আইএসএফ বিধায়কের সঙ্গে নকশাল যোগের অভিযোগ সওকত মোল্লার। অন্যদিকে, নৌশাদের ভাঙড় যাওয়া নিয়ে নিউটাউনের হাতিশালায় চূড়ান্ত নাটকীয়তা। ভাঙড় যাওয়ার পথে, মাঝপথে নৌশাদকে আটকাল পুলিশ। দিনভর গাড়িতে বসে সন্ধেয় ফুরফুরায় ফিরলেন ভাঙড়ের বিধায়ক। রাজভবনে মেল করে অভিযোগ জানাবেন বলেও জানালেন নৌশাদ।
WB News Live : ক্যানিং-এ তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন
ক্যানিং-এ তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন, অভিযোগের তির আইএসএফ-এর দিকে। তৃণমূলের বিজয় মিছিল সেরে ফেরার পর হামলার অভিযোগ। মৃত তৃণমূলকর্মীর নাম নান্টু গাজি। ভোট হিংসায় ৩৮দিনে মৃত্যু ৫৪ জনের।