West Bengal Panchayat Poll Result : তৃণমূলের ঝুলিতে ৫১ শতাংশ ভোট, পঞ্চায়েতে জেলা পরিষদে বিশে বিশ ঘাসফুলে
তেইশের পঞ্চায়েত ভোটে ফের সবুজ ঝড়! ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের ফল জানতে চোখ রাখুন এই ব্লগে।

Background
অগ্নিগর্ভ অশোকনগর: গণনার ( Panchayat Poll Counting ) সময় দফায় দফায় অগ্নিগর্ভ অশোকনগর। বিরোধীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে জমায়েত, ইটবৃষ্টি। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।
গণনাতেও রক্তপাত : ভোটের পর গণনাতেও অশান্তি। কোথাও আক্রান্ত আইএসএফ ( ISF ) , কোথাও তৃণমূল ( TMC ) , কোথাও রক্তাক্ত বিজেপি ( BJP )। ভাঙড়ে শাসক-অফিসে ভাঙচুর।
বোমায় উড়ল হাত : পঞ্চায়েতে ( Panchayat Poll 2023 ) সবুজ ঝড়, তাও রক্তপাত! বনগাঁ-ডায়মন্ড হারবারে বোমাবাজি। ময়নায় বিস্ফোরণে উড়ল হাত। দক্ষিণ ২৪ পরগনায় মাথা ফাটল বিজেপির জেলা পরিষদ প্রার্থীর।
পঞ্চায়েতে সবুজ ঝড় : চব্বিশের আগে তেইশের পঞ্চায়েত ভোটে ফের সবুজ ঝড়! বিরোধীদের বহু পিছনে ফেলে একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের।
অভিষেকের বিরোধী-জবাব : বিরোধীদের নো ভোট টু মমতা প্রচার এখন নাউ ভোট ফর মমতা। পঞ্চায়েতে সবুজ ঝড়ের পর আক্রমণে অভিষেক। লোকসভার আগে জনমত তৈরি বলে মন্তব্য।
তেইশে হেরে চব্বিশের চ্যালেঞ্জ : উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, গড়েই ধরাশায়ী বিজেপি। সাগরদিঘি-বগটুইয়েও ধাক্কা। মুখ রক্ষা নন্দীগ্রামে।
গণনাকেন্দ্রেই দলবদল: দলবদলের নতুন নজির কালনায়। সিপিএমের টিকিটে জিতে গণনাকেন্দ্রের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন প্রার্থী!
মালদা-মুর্শিদাবাদে কড়া টক্কর : গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তিন স্তরেই ফের সবুজ ঝড়। মালদা-মুর্শিদাবাদে তৃণমূলকে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করল কংগ্রেস-সিপিএম।
পেটে পেটে এত ব্যালট : জিতছিল সিপিএম, হারাতে ব্যালটই খেয়ে নিল শাসক! চাঞ্চল্যকর অভিযোগ হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থীর। অস্বীকার তৃণমূলপ্রার্থীর।
ব্যালট-বানচালে কালি : একশোর মধ্যে ৯৮ ভোট বিজেপির, ২টি তৃণমূলের। বানচাল করতে গণনাকেন্দ্রেই ব্যালটে কালি, জল ঢালার অভিযোগ। আটক অভিযুক্ত তৃণমূল প্রার্থী।
বালিতে ব্যালট-বিশৃঙ্খলা : বালিতে গণনা কেন্দ্রে নর্দমায় সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট। জানলা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ। ব্যালট কাড়তে গেলে মার তৃণমূল এজেন্টকে।
ভোটের পর বাহিনী 'উপলব্ধি': কেন্দ্রীয় বাহিনী থাকলে ভয় থাকে, ভোট-সন্ত্রাসে ৪০জনের মৃত্যুর পর উপলব্ধি কমিশনের!
'সন্ত্রাসমুক্ত ভোট অসম্ভব' : ভোট-হিংসায় আঠেরোকেও ছাপিয়ে গেল তেইশ। বাংলায় সন্ত্রাসমুক্ত ভোট অসম্ভব, মানলেন উদয়নও। (বাইট- আমি বেঁচে থাকতে আর ১০০ শতাংশ শান্তিপূর্ণ ভোট দেখতে পারব না।)
গড়েই কাত আরাবুল : ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েতই হাতছাড়া তৃণমূলের। দুবরাজপুরে পঞ্চায়েতে জয়ী কেষ্টকে কেস দেওয়া শিবঠাকুরের স্ত্রী। সিঙ্গুর দখল তৃণমূলের।
কমিশনে ওয়েবসাইট-বিভ্রাট : গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিভ্রাট। রেজাল্ট আপডেটে সমস্যা। মিনিট ১৫ বিদ্যুৎহীন থাকল গোটা দফতর।
Panchayat Election Results Live Updates : হুগলির আরামবাগে পরাজিত তৃণমূল প্রার্থীর বাবার মাথায় ধারাল অস্ত্রের কোপ
হুগলির আরামবাগে পরাজিত তৃণমূল প্রার্থীর বাবার মাথায় ধারাল অস্ত্রের কোপ। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের জেলা সহ সভাপতির গাড়ি ভাঙচুর, গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, হেরে যাওয়ার পর বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তৃণমূল।
Panchayat Election Results Live : রানাঘাটের রামনগরে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ
রানাঘাটের রামনগরে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ





















