Vikrant Massey: বাবা হলেন ছবির 'মনোজ', সুখবর শোনালেন বিক্রান্ত
Vikrant Massey Fatherhood: বাবা হয়েছেন ছবির 'মনোজ'। কোল আলো করে পুত্রসন্তানের জন্ম হয়েছে বিক্রান্ত ম্যাসি এবং তাঁর স্ত্রী শীতল ঠাকুরের। সেই সুখবর ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।
মুম্বই: 'টুয়েলভথ ফেল' ছবির মনোজ এবার বাবা হলেন। আইপিএস মনোজের ঘরে এবার সুখবর। আসতে চলেছে নতুন সদস্য। আসলে ছবিতে মনোজের চরিত্রাভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) আর তাঁর স্ত্রী শীতলের কোল আলো করে এবার আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। বাবা হলেন বিক্রান্ত ম্যাসি। তাঁর স্ত্রী শীতল ঠাকুরের কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে সন্তানের জন্মের সুখবর নিজেরাই সমাজমাধ্যমে জানান বিক্রান্ত (Vikrant Massey) এবং শীতল।
এদিন বুধবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সুন্দর কার্ড পোস্ট করে বিক্রান্ত এবং শীতল লেখেন, 'আজ আমরা এক হয়ে গিয়েছি। কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসার বন্যায় ভেসে চলেছি আমরা। আমরা আপ্লুত'। এই কার্ডে এদিনের তারিখটা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০২৪ উল্লেখ করে দেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) এবং শীতল ঠাকুর। সমাজমাধ্যমে এই পোস্ট দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
যে কার্ড তাঁরা পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে শিশুর পছন্দের বেশ কিছু জিনিসের ছবি রয়েছে, তার মধ্যে টফি, ছোট্ট একটা রামধনু, ছোট ছোট জুতো, ফিডিং বটল, একটা র্যাটল ওয়াকার যা সব মিলিয়ে বোঝায় যে দুজন থেকে এবার তাঁরা তিনজন হতে চলেছেন। এর আগে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর বিক্রান্ত জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী শীতল সন্তানসম্ভবা, ২০২৪ সালেই তাঁদের কোলে আসতে চলেছে নতুন সদস্য।
অল্ট বালাজির ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর সেটে প্রথম আলাপ হয় বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুরের। তারপরই ডেট করা শুরু করেন তাঁরা এবং ২০১৯ সালের নভেম্বরে রোকা করে আংটি বদল সারেন। ২০২২ সালে অভিনেত্রী শীতলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey)। ওটিটি দুনিয়ায় বিক্রান্ত ম্যাসি খুবই জনপ্রিয় নাম। সম্প্রতি বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় 'টুয়েলভথ ফেল' ছবিতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে তাঁর অভিনয় সাড়া ফেলেছে সারা দেশে। প্রশংসার বন্যায় ভাসছেন বিক্রান্ত। ইতিমধ্যে এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। আগামীদিনে আদিত্য নিম্বালকারের 'সেক্টর ৩৬', 'ফির আয়ি হাসিন দিলরুবা' ইত্যাদি ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
অনেকদিন আগে একটি সাক্ষাৎকারে স্ত্রী শীতলকে প্রশংসায় ভরিয়েছিলেন বিক্রান্ত। তিনি জানিয়েছিলেন, বিয়ের পর জীবন তাঁর দুর্দান্ত কাটছে। তিনি তাঁর প্রিয় বন্ধুকে বিয়ে করেছেন। বিক্রান্তের কথায়, 'এর থেকে বেশি আর কীই বা চাইতে পারি।'
আরও পড়ুন: Siddharth-Kiara: জীবনের ওঠাপড়ার সফরে, তুমিই সেরা সঙ্গী... বিয়ের জন্মদিনে কিয়ারাকে লিখছেন সিদ্ধার্থ