Munnabhai MBBS: 'মুন্নাভাই এমবিবিএস'-এর ১৯ বছর, 'কঠিন চরিত্র হলেও চেষ্টা করেছিলাম', স্মৃতিচারণায় বোমান ইরানি
Munnabhai MBBS: এই ছবি সম্পর্কে বোমান ইরানি বলছেন, এই ছবিটা, চরিত্রটা তাঁর ভীষণ কাছের আর চরিত্রটা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ভীষণভাবে। তাঁর নিজের কাছেও এই ছবিটা ভীষণ কাছের"
কলকাতা: 'মুন্নাভাই এমবিবিএস' (Munnabhai MBBS)-এর ১৯ বছর পার! এই ছবিতে ডঃ আস্থানা (Dr. Ashthana)-র ভূমিকায় অভিনয় করেছিলেন বোমান ইরানি (Boman Irani)। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ২২ বছর পরে এই ছবির স্মৃতি হাতড়ালেন অভিনেতা বোমান ইরানি।
এই ছবি সম্পর্কে বোমান ইরানি বলছেন, এই ছবিটা, চরিত্রটা তাঁর ভীষণ কাছের আর চরিত্রটা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ভীষণভাবে। তাঁর নিজের কাছেও এই ছবিটা ভীষণ কাছের। বোমান ইরানি আরও বলেছেন, 'ডঃ আস্থানার চরিত্রটা আমার কাছে ভীষণ কঠিন ছিল। কিন্তু আমি একটা সুযোগ নিতে চেয়েছিলাম। নিজেকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। আমি ভীষণ খুশি এই চরিত্রটা আমার অনুরাগীরা এখনও মনে রেখেছেন, পছন্দ করছেন।'
এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানী (Rajkumar Hirani)। ২০০৪ সালে এই ছবিটি সেরা জনপ্রিয় ছবি হিসেবে পুরষ্কৃত হয়েছিল। এই ছবির হাত ধরেই বোমান ইরানি আর রাজকুমার হিরানীর মধ্যে দীর্ঘ সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর একসঙ্গে একাধিক কাজ করেছেন তাঁরা।
আগামীতে শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাপসী পান্নু (Taapsee Pannu)-র সঙ্গে দেখা যাবে বোমা ইরানিকে। সদ্য কিছু সমস্যার কারণে এই ছবির শ্যুটিং সাময়িকভাবে বন্ধ হয়েছে। আগামী বছর মুক্তি পাবে 'ডাঙ্কি'।