Top Entertainment News Today: দীপিকার হাত ধরে বিশ্বকাপের ঝলক, আর্জেন্তিনার জয়ে উচ্ছ্বসিত টলিউড, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: মাঠে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধ শেষে জোড়া গোলে এগিয়ে আর্জেন্তিনা। আর ম্যাচের বিরতিতে হঠাৎ চমক বিশ্ববাসীর জন্য।ম্যাচ শুরু হওয়ার আগে আলোচনায় যোগ দিতে দেখা গিয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan)-কে। আর 'ফিফা বিশ্বকাপ ২০২২' (FIFA World Cup 2022)-এর ট্রফির প্রথম ঝলক দেখা গেল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর হাত ধরেই। স্বপ্নকে ছুঁয়ে দেখা। গোল্ডেন বল হাতে নিয়ে বিশ্বকাপকে যখন প্রথমবার চুম্বন করলেন লিওনেল মেসি (Lionel Messi), তখন এই ভারতের মাটিতে বসে, বাংলায়, টিভির পর্দার দিকে তাকিয়ে চোখ চিকচিক করে উঠেছিল অনেকেরই। শুধু আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের জন্য নয়, লিওনেস মেসির জন্য। যে মানুষটার সঙ্গে হাজার হাজার মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, তার হাতে বিশ্বকাপ দেখে আবেগ সামলাতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন টলিউড তারকারাও। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম.. নীল সাদা রঙ ছড়িয়েছে সবার ওয়ালে। টলিউডও যেন রাঙা হল সেই রঙে.. স্বার্থ ভুলে, দেশ বিদেশের বেড়া টপকে, কেবল মাত্র প্রতিভাকে ভালবেসে, খেলাকে সম্মান জানিয়ে এমন আন্তরিকভাবে খুশি বোধহয় শুধু ভারতই পারে। আজকের সেরা খবর অবশ্যই আর্জেন্তিনার বিশ্বকাপ জয়, কিন্তু পাশাপাশি বিনোদন দুনিয়ায় রয়ে গেল কোন কোন খবরগুলি? দেখে নিন বিনোদনের সারাদিন
সোনালি স্বপ্নের পর্দা উন্মোচন দীপিকার হাত ধরে
মাঠে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধ শেষে জোড়া গোলে এগিয়ে আর্জেন্তিনা। আর ম্যাচের বিরতিতে হঠাৎ চমক বিশ্ববাসীর জন্য।ম্যাচ শুরু হওয়ার আগে আলোচনায় যোগ দিতে দেখা গিয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan)-কে। আর 'ফিফা বিশ্বকাপ ২০২২' (FIFA World Cup 2022)-এর ট্রফির প্রথম ঝলক দেখা গেল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর হাত ধরেই। হঠাৎ ক্যামেরায় স্বপ্নের সেই কাপের পাশে দেখা মিলল 'পাঠান' (Pathaan) অভিনেত্রীর। সাদা খয়েরী পোশাকে, ঝলমলে হাসিতে বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন বিশ্বকাপের প্রথম ঝলক। যে কাপের স্বপ্নে আজ মরিয়া লড়াই আর্জেন্তিনা আর ফ্রান্সের, সেই কাপের পাশে দাঁড়িয়ে দীপিকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি।
'লাল স্যুটকেস' খুঁজছেন সোহম-সায়নী
একটা নেশা মিলিয়ে দিতে পারে কয়েকজন মানুষকে? এক সূত্রে গেঁথে জড়িয়ে দিতে পারে তাদের জীবন? সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে নতুন ছবি 'এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?' (L.S.D Laal Suitcase Ta Dekhechen?)। সোহমস এন্টারটেইনমেন্ট (Soham's Entertainment)-এর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। কলেজ পড়ুয়া কয়েকটি ছেলেমেয়েদের নিয়ে এই গল্প। নেশার জালে জড়িয়ে যাওয়া ও তারপরে ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাওয়ার একটা গল্প তুলে ধরবে এই ছবি। কিন্তু সত্যিই কী হারিয়ে যাওয়া নাকি জীবনকে খুঁজে পাওয়া নতুন করে? জীবনের চেয়ে বড় নেশা আর কিছুতে নেই, এই বার্তায় ছবির মধ্যে দিয়ে তুলে ধরবেন পরিচালক।
'বেশরম রং' প্রসঙ্গে নুসরত যা বললেন..
নেট দুনিয়ায় ঝড় তুলেছে 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি ভিউ হয়ে গিয়েছে। তার সঙ্গে বিতর্কেরও ঝড় উঠেছে এই গানকে কেন্দ্র করে। ময়দানে নেমে পড়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁদের সঙ্গে বেশ কিছু নেটিজেনও এই গানের বিরোধীতা করেছেন। 'বেশরম রং' গানটির পাশে কেউ দাঁড়াচ্ছেন। কেউ আবার তীব্র বিরোধীতা করছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটিকে নিয়ে মুখ খুলেছেন নুসরত জাহান। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের গানটিকে সমর্থন করেন তিনি। অভিনেত্রী বলেন, 'কিছু মানুষের সবকিছুতেই যেন সমস্যা রয়েছে। তাঁদের মহিলাদের হিজাব পরা নিয়ে সমস্যা রয়েছে। আবার তাঁদেরই সমস্যা রয়েছে মহিলাদের বিকিনি পরা নিয়েও।' 'বেশরম রং' গানটিকে নিয়ে তৈরি বিতর্ক ইচ্ছাকৃতও বলে মন্তব্য করলেন নুসরত। তিনি বলেন, 'এটা কোনও ব্যক্তির আইডিওলজি নিয়ে প্রশ্ন নয়। এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। যখন একটা দল ক্ষমতায় রয়েছে। তারা সবসময়ই এমন কিছু সমস্যা তৈরি করতে চায়। এদের ধর্মীয়, আধ্যাত্মিক কোনও বক্তব্যই নেই। এটা একেবারেই পরিকল্পিত ষড়যন্ত্র। তাই ওরা সংস্কৃতি, মহিলাদের বিকিনি পরা নিয়ে কথা বলে।'
আরও পড়ুন: Fifa World Cup: মেসির স্বপ্নপূরণে বাঙালির স্বার্থহীন উচ্ছ্বাস, টলিউড সাজল নীল সাদায়
সান্টাক্লজ ঋতাভরী
দুর্গাপুজো হোক বা দোল, শিশুদিবস, ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র জীবনের কোনও খুশির মুহূর্তই এদের বাদ দিয়ে কাটে না। আর তাই, প্রত্যেক বছরের মতো, ক্রিসমাসের আগে 'আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'-এর খুদেদের জন্য সান্টাক্লজ ঋতাভরী। উপহারে, আদরে ক্রিসমাসের আগেই 'সান্টা এল ঘরে'। সোশ্যাল মিডিয়ায় সদ্য একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন ঋতাভরী। সাদা কালো পোশাক, খোলা চুল, অভিনেত্রী নজরকাড়া। খুদেদের হাতে তুলে দিলেন উপহার। সারাদিন উৎসবে, আনন্দে খাওয়া দাওয়ায় জমজমাট। অভিনেত্রীর এই ছবি দেখে তাঁর এই উদ্যোগের প্রশংসাও করেছেন অনুরাগীরা।
শিলাদিত্যর নতুন ছবিতেও বিপরীত মেরুর সম্পর্কের গল্প
ভিন্ন ধর্মে প্রেম, বিয়ে.. বারে বারে এই ঘটনায় সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। সদ্য বঙ্গকন্যা দেবলীনা ভট্টাচার্য্যের বিয়ে নিয়েও নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। আর সেই ঘটনার অবশ্য তীব্র প্রতিবাদও করেছেন অভিনেত্রী। তবে, ভিন্ন ধর্মে, বাড়ির অমতে বিয়ে আর কয়েকটা প্রেমের গল্পকেই নিজের ছাঁচে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik)। ছবির নাম লুকোচুরি (Lukochuri)। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অঙ্গনা রায় (Angana Roy), রাজদীপ দেব (Rajdeep Dev), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), আত্মদীপ ঘোষ (Atmadeep Ghosh), গুলসানারা খাতুন (Gulsanara Khatun), মোমো (Momo) ও সুকন্যাকে (Sukanya)।