এক্সপ্লোর
Advertisement
অক্ষয় কুমার ও রজনীকান্তের '২.০' সিনেমার ভিএফএক্স-এর জন্যই খরচ হয়েছে ৫৪৪ কোটি টাকা!
মুম্বই: সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমারের বহু প্রতিক্ষীত সিনেমা '২.০' নিয়ে আলোচনা বিগত বেশ কিছুদিন ধরেই চলছে। শঙ্করের পরিচালিত এই সিনেমা বাজেট নিয়ে সংবাদের শিরোনামে এসেছিল। বলা হয়েছিল, এটাই ভারতের সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই সিনেমার বাজেট ছিল ৪০০ কোটি টাকা, যা বেড়ে ৫০০ কোটি টাকা হয়েছিল। কিন্তু এবার সোশাল মিডিয়ায় অক্ষয় কুমারের একটা পোস্ট সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
আসলে অক্ষয় কুমার আজ ফের '২.০' সিনেমা একটি পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টার পোস্ট করে অক্ষয় জানিয়েছেন, '২.০'-র ভিএফএক্স-এই ৭৫ মিলিয়ন ডলার অর্থাত্ ৫৪৪ কোটি টাকা খরচ হয়েছে।
উল্লেখ্য, ভিএফএক্সের কাজ সম্পূর্ণ না হওয়ায় মুক্তির দিন বেশ কয়েকবারই পিছিয়ে দেওয়া হয়েছিল। অক্ষয় পোস্টার শেয়ার করে লিখেছেন, '২.০' সারা বিশ্বের ৩ হাজারের বেশি টেকনিশিয়ানের কঠোর পরিশ্রমের ফল। তিনদিনের মধ্যে টিজার রিলিজ হচ্ছে। উল্লেখ্য, এই সিনেমা থ্রিডি তে হচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, থ্রিডি-র অত্যাধুনির ক্যামেরায় সিনেমার শ্যুটিং হয়েছে। অক্ষয় তাঁর জন্মদিনে সিনেমার পোস্টার রিলিজ করেছিলেন। ওই পোস্টারে তাঁর লুক দেখা গিয়েছিল। আগামী ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement