Betting App Scam: বেটিং অ্যাপ জালিয়াতি মামলায় নাম জড়াল বিজয় দেবেরাকোন্ডা সহ ২৯ দক্ষিণী তারকার, চলছে তদন্ত
South Celebs Booked in Betting App Scam: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন ধরনের ব্যক্তিদের প্রচারমূলক কার্যকলাপের বিষয়টি নিয়ে তদন্ত করেছে যারা এই বেটিং অ্যাপের প্রচার সমর্থন করেছিল।

Entertainment News: জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগগুবাটি সহ আরও ২৯ জন দক্ষিণী তারকাকে (South Indian Actors) আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংস্থা। বেটিং অ্যাপ জালিয়াতি কাণ্ডে (Betting App Scam) এবার এই ২৯ দক্ষিণী তারকার নাম জড়িয়েছে। বৃহস্পতিবার ১০ জুলাই আধিকারিকরা জানিয়েছেন এই তথ্য।
রানা দগগুবাটি, বিজয় দেবেরাকোণ্ডা ছাড়াও আরও যে অভিনেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে আছেন প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নগল্লা, শ্রীমুখী প্রমুখ। আধিকারিকরা জানিয়েছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলাটি হায়দরাবাদ সাইবার পুলিশের দায়ের করা একটি এফআইআরের উপরে ভিত্তি করে করা হয়েছে এবং এরই জেরে আটক করা হয়েছে ২৯ জন দক্ষিণী তারকাকে।
এই মামলাটি মূলত PMLA অর্থাৎ আর্থিক তছরূপের সঙ্গে জড়িত রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন ধরনের ব্যক্তিদের প্রচারমূলক কার্যকলাপের বিষয়টি নিয়ে তদন্ত করেছে যারা এই বেটিং অ্যাপের প্রচার সমর্থন করেছিল। এর ফলে ব্যবহারকারীরা বেআইনি অনলাইন বেটিং অ্যাপে অংশ নিতে উৎসাহিত হয়েছিল। এর আগে তেলেঙ্গানায় পুলিশ অবৈধ বেটিং অ্যাপ অনুমোদনের অভিযোগে জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার সহ বেশ কয়েকজন সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআর-টি দায়ের করা হয়েছিল। এর আগে মার্চ মাসে অবৈধ বেটিং অ্যাপ প্রচারের সঙ্গে যুক্ত অভিনেতাদের বিরুদ্ধে প্রাথমিক মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগকারীদের মতে এই বেটিং অ্যাপগুলি তাদের প্ল্যাটফর্মে মোটা অঙ্কের আর্থিক লেনদেন করে এবং এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এগুলিতে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ টাকার লেনদেন। আর এর ফাঁদে পা দিয়ে বহু পরিবার দুর্দশার দিকে চলে গিয়েছে। এফআইআরে বলা হয়েছে যে সমাজমাধ্যমে এই ধরনের অ্যাপের প্রচারে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের এই অ্যাপগুলিতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করে, এর ফলেই ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
ইডি যে ২৯ জন দক্ষিণী তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা হলেন যথাক্রমে –
বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগগুবাটি, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নগল্লা, শ্রীমুখী, বর্ষিণী সৌন্দেরাজন, বাসন্তী কৃষ্ণান, শোভা শেট্টি, অমৃতা চৌধুরী, নয়নী পবনী, নেহা পাঠান, পাণ্ডু, পদ্মাবতী, ইমরান খান, বিষ্ণুপ্রিয়া, হর্ষ সাই, ভাইয়া সানি যাদব, শ্যামলা, টেস্টি তেজা, রীতু চৌধুরি, বান্দারু শেষ্যানি সুপ্রীথা প্রমুখ।






















