(Source: ECI/ABP News/ABP Majha)
Ranveer-Deepika: 'রামলীলা'র সেট থেকে প্রেম, বিয়ের ৫ বছর পূর্তিতে ফিরে দেখা 'দীপবীর'-এর জনপ্রিয় সিনেমাগুলি
DeepVeer: ২০১৮ সালের ১৪ নভেম্বর, ইতালির লেক কোমোয় সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংহ। দীর্ঘ ৬ বছর সম্পর্কে থাকার পর বিয়ে সারেন তাঁরা।
মুম্বই: দেখতে দেখতে বিয়ের পঞ্চম বর্ষ পার। আজ বিয়ের পাঁচ বছর পূর্ণ করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ২০১৮ সালের ১৪ নভেম্বরে গাঁটছড়া বাঁধেন দর্শকের পছন্দের জুটি 'দীপবীর' (DeepVeer)।
বিয়ের পাঁচ বছর পার 'দীপবীর'-এর
২০১৮ সালের ১৪ নভেম্বর, ইতালির লেক কোমোয় সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংহ। দীর্ঘ ৬ বছর সম্পর্কে থাকার পর বিয়ে সারেন তাঁরা। এখনও তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরের প্রতি ভালবাসার খামতি হয় না। আজ তাঁদের বিবাহবার্ষিকীতে এক ঝলকে দেখে নেওয়া যাক, দীপবীরের একসঙ্গে অভিনীত কিছু সিনেমা।
'গোলিওঁ কি রাসলীলা, রামলীলা'
২০১৩ সালে মুক্তি পায় 'রামলীলা'। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবির সেটেই তাঁদের প্রেমের সূত্রপাত। দুই পরিবারের পুরনো শত্রুতা এবং সেই দুই পরিবারের দুই সদস্যের মধ্যে প্রেমের গল্প নিয়ে তৈরি হয় এই ছবি। ১৫ নভেম্বর মুক্তি পায় এই ছবি। বক্স অফিসে আয় করে ২০১.৪ কোটি টাকা।
'বাজিরাও মাস্তানি'
এর দুই বছর পর মুক্তি পায় 'বাজিরাও মাস্তানি'। রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন তখন হিট জুটি। এই ছবিতে রণবীরের স্ত্রী কাশিবাঈয়ের চরিত্রে অভিনয় করেন প্রিয়ঙ্কা চোপড়া। পেশওয়া বাজিরাও, যোদ্ধা রাজকন্যা মাস্তানিকে বাঁচিয়ে ধীরে ধীরে তাঁর প্রেমে পড়েন। তাঁকে বিয়েও করেন। কিন্তু ভিন ধর্মের দুই রক্ষণশীল পরিবারের মধ্যে এমন সম্পর্কে তৈরি হয় সমস্যা। সেই কাহিনি নিয়েই এই ছবি। ১৪৫ কোটি টাকা বাজেটে তৈরি হয় এই ছবি।
'পদ্মাবত'
২০১৮ সালে মুক্তি পায় 'পদ্মাবত'। মুক্তির আগে থেকেই নানা ধরনের বিতর্কে জড়ায় এই ছবি। রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাড়ুকোন ও তাঁর রাজপুত স্বামীর চরিত্রে দেখা যায় শাহিদ কপূরকে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় যখন সুলতান আলাউদ্দিন খিলজি পড়েন পদ্মাবতীর প্রেমে এবং তাঁর প্রতি কর্তৃত্ব লাভের উদ্দেশ্যে যুদ্ধ শুরু হয়। সেই সময়ে এই ছবি ৫৮৫ কোটি টাকা আয় করে।
আরও পড়ুন: Bollywood: বলিউডের 'প্রিয়বন্ধু' ওরি আসলে কে? কয়েক বছর আগেই কিয়ারা দিয়েছিলেন পরিচয়
'৮৩'
২০২১ সালের স্পোর্টস ড্রামা ঘরানার এই ছবি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের কাহিনিকে তুলে ধরে। ছবিতে তারকা ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করেন রণবীর সিংহ। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন