এক্সপ্লোর
৬৯ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন রিচার্ড গেয়ার!

নয়াদিল্লি: ৬৯ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার। রিচার্ড এবং তাঁর বর্তমান স্ত্রী ৩৫ বছরের অ্যালেজান্দ্রা গ্যেরে খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। অ্যালেজান্দ্রার এই বিয়ে থেকে এটা প্রথম সন্তান। রিচার্ডের স্ত্রী একটি ছবি শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে অ্যালেজান্দ্রা ধর্মগুরু দলাই লামার থেকে আশীর্বাদ নিচ্ছেন। ছবিটি দিয়ে অ্যালেজান্দ্রা ক্যাপশনে লিখেছেন, আমাদের জন্যে খুবই বিশেষ মুহূর্ত। মাত্র কয়েক মিনিট আগেই দলাই লামার থেকে আমাদের মধ্যে আসা নতুন অতিথির জন্যে আশীর্বাদ চেয়েছি।
প্রেটি ওম্যান-এর অভিনেতা রিচার্ডেরও এটি দ্বিতীয় সন্তান। আগের বিয়ে থেকে তাঁর একটি সন্তান রয়েছে। তাঁর প্রথম সন্তানের বয়স ১৮ বছর, নাম হোমার। অ্যালেজান্দ্রারও প্রথম বিয়ে থেকে একটি সন্তান রয়েছে। তার বয়স ৫ বছর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















