A. R. Rahman: সর্বসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে স্ত্রী-কে হঠাৎ তামিল ভাষায় কথা বলার নির্দেশ, রহমানের ভিডিও নিয়ে বিতর্ক
A. R. Rahman News: সঙ্গীতশিল্পীকে রীতিমতো কটাক্ষের শিকার হতে হল স্ত্রী-কে দেওয়া এই আদেশের দরুণ। তবে কী প্রতিক্রিয়া ছিল খোদ সায়রা বানুর?
কলকাতা: পুরস্কার বিতরণীর মঞ্চে দাঁড়িয়ে স্ত্রী-কে হঠাৎ তামিল ভাষায় কথা বলার নির্দেশ, সঙ্গীতশিল্পী এ আর রহমানের (A. R Rahman)-এর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, সঙ্গীতশিল্পীকে রীতিমতো কটাক্ষের শিকার হতে হল স্ত্রী-কে দেওয়া এই আদেশের দরুণ। তবে কী প্রতিক্রিয়া ছিল খোদ সায়রা বানুর?
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছোট্ট ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড সেরেমনি আয়োজন করা হয়েছিল প্রথম সারির একটি তামিল চ্যানেলের জন্য। সেখানে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এ আর রহমানকে। পুরস্কার নিতে মঞ্চে স্ত্রী সায়রা বানুকে নিয়ে উঠে আসেন রহমান। তারপরে মাইকে বলেন, 'আমি আমার সাক্ষাৎকার খুব একটা নিজে শুনি না। আমার ভাল লাগে না। কিন্তু আমার স্ত্রী আমার সাক্ষাৎকার বারে বারে শোনে কারণ ওঁর নাকি আমার গলা খুব পছন্দ।'
পাশে দাঁড়ানো সায়রা বানু একটু লজ্জা পেলেন বটে, কিছু বললেন না। এরপরেই স্ত্রীয়ের হাতে মাইকটি দিয়ে দেন রহমান। তারপর তাকে বলেন, 'যা বলেন তামিলে বলবে।' সামান্য বিব্রত হন সায়রা বানু। মুহূর্তে সামলে নিয়েই সাবলীল ইংরাজিতে বলতে শুরু করেন, 'ক্ষমা করবেন, আমি তামিলে ততটা সাবলীল নই। আমি ভীষণ খুশি যে রহমান আর এই পুরস্কারটা পেয়েছে। ওর গলা আমার ভীষণ পছন্দের। ওর গলারই প্রেমে পড়েছিলাম আমি।'
অন্যদিকে রহমানের এই নির্দেশকে মোটেই ভাল চোখে দেখেননি নেটদুনিয়ার একাংশ। হিন্দিতে অনেক কাজ করলেও, তামিল ভাষাকে চিরকালই সবার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন এই অস্কারজয়ী সুরকার। একবার নিজের প্রযোজিত ছবি ’৯৯ সংস’-এর প্রিমিয়ারে ছবির এক অভিনেতাকে হিন্দিতে কথা বলতে শুনে মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন এ আর রহমান। অনেকেই রহমানের এই তামিল ভাষার প্রতি ভালবাসাকে বেশ শ্রদ্ধার চোখেই দেখেন। তবে, সদ্য এই ঘটনায়, স্ত্রীয়ের ওপর তামিল ভাষাকে কার্যত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে নিন্দার শিকারই হয়েছে সুরকারকে।
যদিও এই বিতর্ক সম্পর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি এ আর রহমান।
கேப்புல பெர்பாமென்ஸ் பண்ணிடாப்ள பெரிய பாய்
— black cat (@Cat__offi) April 25, 2023
ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் 😁 pic.twitter.com/Mji93XjjID
আরও পড়ুন: Alia Bhatt: লাইমলাইট থেকে দূরে থেকে একটা সুস্থ শৈশব পাক রাহা, সেই চেষ্টাই করছি