Alia Bhatt: লাইমলাইট থেকে দূরে থেকে একটা সুস্থ শৈশব পাক রাহা, সেই চেষ্টাই করছি
Alia Bhatt on Raha: একরত্তি রাহাকে নিয়েও মুখ খোলেন আলিয়া। বলেন, 'আমি আর রণবীর এই বিষয়ে ভীষণ পরিষ্কার যে আমরা কবে রাহার মুখ প্রকাশ্যে আনব। ইচ্ছাকৃতভাবেই ওকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছি আমরা'
কলকাতা: নিজের বাড়ির ভিতরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হওয়া নিয়ে সদ্য সরব হয়েছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। আর, সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে কন্যা রাহাকে নিয়ে মুখ খুললেন তিনি। জন্মের পর থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় রাহার ছবি প্রকাশ্যে আনেননি তিনি ও রণবীর কপূর (Ranbir Kapoor)। আর সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে পাপারাৎজিদের ছবি তোলা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপ্টা উত্তর দিলেন আলিয়া।
সাক্ষাৎকারে আলিয়া বলেন, 'নিজের বাড়ির ভিতরে ক্যামেরাবন্দি হওয়ার ঘটনায় ভীষণ খারাপ লেগেছিল আমার। ছবি তোলা ও ব্যবহার করার বিষয়ে আমার মনে হয় একটু চিন্তাশীল হওয়া উচিত। কোন ছবি প্রকাশ করা যায়, কোনটা যায় না, সেটা বোঝা উচিত। যখন বিষয়টা অভিনেতা অভিনেত্রীর। তখন একটু চিন্তাশীল হওয়া প্রয়োজন। এটা একটা অলিখিত জানা কথা হয়ে গিয়েছে যে যখনই আমরা বাড়ি থেকে বাইরে বেরব, সবসময় আমাদের দিকে ক্যামেরা তাক করা থাকবে। কিন্তু আমি কি নিজের বাড়ির ভিতরেও স্বাধীনতা পেতে পারি না? অভিনেতা অভিনেত্রীদেরও তো ব্যক্তিগত জীবন বলে একটা ব্যাপার থাকে। আমার বাড়ির ভিতরে তো কোনও অনৈতিক বা বেআইনি কাজ হচ্ছে না যে সেখানে ক্যামেরা তাক করে থাকতে হবে।' প্রসঙ্গত, সেই সময় আলিয়া পাপারাৎজিদের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর পাশে দাঁড়িয়েছিল গোটা বলিউড।
একরত্তি রাহাকে নিয়েও মুখ খোলেন আলিয়া। বলেন, 'আমি আর রণবীর এই বিষয়ে ভীষণ পরিষ্কার যে আমরা কবে রাহার মুখ প্রকাশ্যে আনব। ইচ্ছাকৃতভাবেই ওকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছি আমরা। ওর একটা সুস্থ শৈশব চাই আমরা। রাহা এখন ভীষণ ছোট, ছবি দেওয়া তো দূরের কথা, ওর বিষয়ে বেশি কথা প্রকাশ্যে বলতেও রাজি নই আমরা।'
এর আগে, করিনা কপূর (Kareena Kapoor) সঞ্চালিত একটি টক শো -তে এসে রণবীর বলেছিলেন, 'আমরা, বাবা-মা হিসেবে যতটা সম্ভব রাহার ব্য়ক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টা করব। আমরা চাই, রাহা একটা স্বাভাবিক শৈশব পাক, ও স্কুলে যাক, বড় হোক.. আর পাঁচটা বাচ্চা যেভাবে বড় হয়। কোনও বিশেষ অনুভূতি নয়।'
প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর ও আলিয়া। সেই বছরেরই নভেম্বর মাসে তাঁদের জীবনে আসে ছোট্ট রাহা। আপাতত একরত্তিকে ঘিরেই সুখের সংসার কপূর দম্পতির।