Bollywood Celebrity Updates: শমিতার সঙ্গে সম্পর্ক কী, স্পষ্ট করে জানিয়ে দিলেন আমির
Shamita-Aamir Relationship: মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবৃতি দিয়ে শমিতা শেট্টি জানিয়ে দিয়েছেন যে, তিনি সিঙ্গল। এবং সিঙ্গল হিসেবেই তিনি খুশি রয়েছেন। আর এবার মুখ খুললেন আমির আলি।
মুম্বই: গত বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রটেছে যে, অভিনেতা আমির আলির (Aamir Ali) সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty)। নেট দুনিয়ায় তাঁদের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় অভিনেত্রীকে চুম্বন করছেন আমির। এরপরই দুই তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবৃতি দিয়ে শমিতা শেট্টি জানিয়ে দিয়েছেন যে, তিনি সিঙ্গল। এবং সিঙ্গল হিসেবেই তিনি খুশি রয়েছেন। আর এবার মুখ খুললেন আমির আলি।
শমিতা শেট্টির সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির আলি?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা আমির আলি। যেখানে তিনি শমিতা শেট্টির সঙ্গে সম্পর্ককে 'আমরা শুধুমাত্র খুব ভালো বন্ধু' হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি শাহরুখ খানের সঙ্গেও নিজেকে তুলনা করেছেন আমির। কিং খান যেভাবে তাঁর প্রত্যেক অতিথিকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। তিনিও তেমনটাই করেছিলেন শুধু। ভিডিওতে আমির আলিকে বলতে শোনা যাচ্ছে, 'জানি না কী বলব। আমার মা আমায় সবসময় ভগ্রলোক হয়ে থাকতে শিখিয়েছেন। যদি কেউ আমার বাড়িতে আসেন। আমি সাধারণত তাঁকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। সে যেই হোক না কেন। আমার একজন বন্ধু এসেছিলেন। আমি তাঁকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আমি শুধুই তাঁর বন্ধু। এছাড়া আর কিছুই নই। বন্ধুরা। আমরা সিঙ্গল। আমি সিঙ্গল। ও (শমিতা শেট্টি) সিঙ্গল। আমরা শুধুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এটাই সত্যি।'
আরও পড়ুন - Vicky Kaushal: 'আমি নিখুঁত স্বামী নই', কেন এমন বললেন ভিকি কৌশল?
তিনি আরও বলেন, 'আর একটা কথা। শাহরুখ খানের কথাও আমি শুনেছি। যখনই কোনও অতিথি তাঁর বাড়িকে আসেন, তিনি গাড়ির দরজা পর্যন্ত তাঁকে ছেড়ে দেন। সেটা যদি ঠিক হয়, তাহলে আমি কী ভুল করলাম।'
প্রসঙ্গত, একাধিক সময় আমির আলি ও শমিতা শেট্টিকে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে। পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দিও হয়েছেন তাঁরা। সম্পর্কের গুঞ্জন ছড়াতেই নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে মুখ খুললেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ পোস্ট করে তিনি লিখেছেন, 'সমাজের কিছু মানুষের চিন্তাধারা দেখে আমি ক্লান্ত। কেন প্রত্যেকের প্রতিটা পদক্ষেপ নিজে এভাবে চর্চা করা হবে! কেন সত্যিটা না জেনেই একগাদা মিথ্যে গুঞ্জন ছড়ানো হবে? নেটিজেনদের নিচু মানসিকতা দেখে অবাক হয়ে যাচ্ছি। এবার আমাদের মন, মস্তিষ্ককে বিস্তৃত করার সময় এসেছে। একা এবং খুশি আছি। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেশে আলোচনা করার।'