এক্সপ্লোর
জায়রার পাশে দাঁড়ালেন তার পর্দার বাবা আমির খান

মুম্বই: সিনেমায় কাজ করার জন্য মৌলবাদীদের হুমকির শিকার হওয়া জায়রা ওয়াসিমকে সমর্থন করলেন তার ‘দঙ্গল’ বাবা আমির খান। টুইটারে আমির তার সমর্থনে একটি বিবৃতি পোস্ট করেছেন। বিবৃতির কোথাও অবশ্য আমির মৌলবাদীদের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি। তবে বলেছেন, সারা দেশ জায়রার পাশে আছে, সমস্ত শিশুর কাছে সে রোল মডেল। ঠিক কী পরিস্থিতিতে সে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে তা তিনি বুঝতে পারছেন বলে মন্তব্য করেছেন তিনি। আমির বলেছেন, সকলের কাছে তাঁর আবেদন, জায়রাকে তার নিজের মত করে থাকতে দেওয়া হোক। সে একটি ১৬ বছরের মেয়ে, যে জীবনের সঙ্গে নিজের মত করে হিসেবনিকেশ করার চেষ্টা করছে।
— Aamir Khan (@aamir_khan) January 17, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















