এক্সপ্লোর
Advertisement
ফের রেকর্ড: সারা বিশ্বে অ-ইংরাজি ছবি হিসেবে ৩০০ মিলিয়ন ডলারের মাইলফলক পেরলো 'দঙ্গল'
মুম্বই: ২০১৬ সালের ক্রিসমাসে মুক্তি পেয়েছিল আমির খানের 'দঙ্গল'। মুক্তির পর থেকেই এই ছবির ঝুলিতে যোগ হয়েছে এক পর এক নয়া রেকর্ড। এবার সমস্ত রেকর্ড ছাপিয়ে একটি নতুন মাইলস্টোন ছুঁলো মিস্টার পারফেকশনিস্টের 'দঙ্গল'। ইংরাজি ছবি না হয়েও, এর আগে মাত্র চারটি ছবি এই রেকর্ড ছুঁতে পেরেছিল।
সারা বিশ্বে বক্স অফিস রিটার্নের নিরিখে 'দঙ্গল' ৩০০ মিলিয়ন ডলারের মাইলস্টোন পেরিয়ে গেল। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি সৃষ্টি করল নয়া ইতিহাস।
ফোর্বসে প্রকাশিত একটি রিপোর্ট বলছে সারা বিশ্বে চিনে 'দঙ্গল' এপর্যন্ত ৩০১ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। ভারত থেকে এখনও পর্যন্ত আয় হয়েছে ৮৪.৪ মিলিয়ন ডলার।
এর আগে যে চারটে ছবি ইংরেজি না হয়েও, এই পরিমাণ ব্যবসা করেছে তারমধ্যে রয়েছে চিনের 'দ্যা মার্মেইড' (৫৩৩ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে)। 'মনস্টার হান্ট' (৪২৭ মিলিয়ন ডলার), ফ্রান্সের 'দ্য ইনটাচেবেল' (৪২৭ মিলিয়ন ডলার) এবং জাপানের 'ইওরস নেম' (৩৫৪ মিলিয়ন ডলারের) ব্যবসা করেছে।
তবে ভারতীয় ছবি হিসেবে 'দঙ্গল'ই প্রথম বিশ্ববাজারে ১০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করে ফেলেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement