এক্সপ্লোর
Advertisement
দেখুন: নৃত্য পরিবেশন করল আরাধ্যা, দর্শকাসনে বসে উৎসাহ দিলেন অভিষেক-ঐশ্বর্যরা
সেখানে তখন উপস্থিত ছিলেন আরাধ্যার বাবা-মা, ঠাকুমা জয়া বচ্চন, পিসি শ্বেতা নন্দা এবং দিদিমা বৃন্দা রাই। এই অনুষ্ঠানের প্রচুর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
মুম্বই: শিয়ামাক ডাভারের ইন্সস্টিটিউট ফর পারফর্মি আর্টসে পারফর্ম করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। সেখানে তখন উপস্থিত ছিলেন আরাধ্যার বাবা-মা, ঠাকুমা জয়া বচ্চন, পিসি শ্বেতা নন্দা এবং দিদিমা বৃন্দা রাই। এই অনুষ্ঠানের প্রচুর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
অনুষ্ঠানে তার ডান্স পারফরম্যান্সে সবার মন জয় করে নিল সাত বছরের আরাধ্যা। সামার ফাঙ্ক ২০১৯-র এই অনুষ্ঠানে আরাধ্যার সঙ্গে আরও কয়েকজন শিশুও পারফর্ম করে। মঞ্চে উপস্থিত শিল্পীদের সঙ্গে অভিষেক ও ঐশ্বর্য গিয়ে দেখা করেন। সেইসময় তাঁদের সঙ্গে দেখা যায় আরাধ্যাকেও। এই ভিডিও-টিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। মঞ্চে ঐশ্বর্য যেভাবে মেয়ের খেয়াল রেখেছিলেন, কমেন্ট বক্সে তার ভূয়সী প্রশংসা জানিয়ে প্রচুর কমেন্ট করা হয়েছে। দেখুন সেই ভিডিও.....
পরিচিত কোরিওগ্রাফার শিয়ামাক ডাভারের ইন্সস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে আয়োজিত সামার ফাঙ্ক ২০১৯-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরাধ্যা অন্যান্য শিশু শিল্পীদের সঙ্গে গলি বয় সিনেমার গানে পারফর্ম করে। সেই সময় দর্শক আসনে বসে ঐশ্বর্য, ঐশ্বর্যর মা, অভিষেক ও জয়া বচ্চনরা আরাধ্যা ও অন্যান্য শিশুশিল্পীদের উত্সাহ দেন। আরাধ্যার পারফর্ম্যান্স দেখার পর চলে যান জয়া বচ্চন।View this post on Instagram#abhishekbachchan, #aishwaryaraibachchan & #aaradhyabachchan at Summerfunk25 year shiamak
কোরিওগ্রাফার তথা রিয়েলিটি শো জাজ মর্জিও ঐশ্বর্য ও অভিষেকের গান কজরারে-র তালে ডান্স করেন এবং মঞ্চ থেকে নেমে অভিষেক ও ঐশ্বর্যকে ডান্স করতে বাধ্য করেন।
পরে শিয়ামার ডাভারও মঞ্চে একটি গানে নৃত্য পরিবেশন করেন। পরে ঐশ্বর্য, অভিষেক ও আরাধ্যার উপস্থিতিতে মঞ্চে কেক কাটা হয়। অভিষেক ও ঐশ্বর্য ডাভারের প্রশংসা করেন।
আসলে ডাভারের কাছে নাচ শিখছে আরাধ্যা। ঐশ্বর্যও তাঁর ছাত্রী ছিলেন। বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিশুরা তো বটেই, বিভিন্ন বয়সের শিল্পীরাই নৃত্য পরিবেশন করেন।
আরাধ্যাকে মাঝেমধ্যেই তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা যায়। আরাধ্যার এই নৃত্য পরিবেশনের প্রশংসা সবাই করছেন। আরাধ্যাকে উত্সাহ দিতে পরিবারের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। তবে কোনও কারণে আসতে পারেননি আরাধ্যার দাদু অমিতাভ বচ্চন।
কোনও সিনেমার শ্যুটিংয়ের জন্য বিগ বি আসতে পারেননি বলে মনে করা হচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement