এক্সপ্লোর
যখন মিষ্টি চিঠি দিয়ে বাবা অভিষেক বচ্চনকে সারপ্রাইজ দিলেন ছোট্ট আরাধ্যা

মুম্বই: দুমাস পর সদ্য নিজের দফতরে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। আর ফিরেই দেখেন, তাঁর জন্য এক দারুণ বিস্ময় অপেক্ষা করছে। অভিষেক দেখেন, তাঁর ৬ বছরের মেয়ে আরাধ্যা বাবার জন্য একটি সুন্দর চিঠি নিজের হাতে লিখে রেখে দিয়েছে। ওই চিঠিতে আরাধ্যা লিখেছে, আমি তোমাকে ভালবাসি (হৃদয়ের ছবি) বাবা। দ্রুত, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেন অভিষেক। সেখানে ছবির নীচে তিনি লেখেন, যখন আপনি ২ মাস পর অফিস ফিরে দেখেন, আপনার মেয়ে এই সুন্দর চিঠি লিখে গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















