Aashiqui 3: 'সারল্যের অভাবে' বাদ তৃপ্তি, কার্তিক আরিয়ানের বিপরীতে এবার তাঁর প্রাক্তন প্রেমিকা?
Aashiqui 3 News: পরিচালকের উপলদ্বি, তৃপ্তি নাকি বড্ড সাহসী। তৃপ্তির মধ্যে সেই সারল্য নেই, যা এই ছবিটির জন্য প্রয়োজন।
কলকাতা: 'অ্যানিমাল' ছবিতে তৃপ্তি দিমরির 'ইমেজ' কি 'কাল' হল? শোনা যাচ্ছে, 'আশিকি ৩' ছবি থেকে নাকি বাদ পড়েছেন তৃপ্তি দিমরি (Tripti Dimri)। কেবল 'অ্যানিমাল' নয়, একাধিক ছবিতেই তৃপ্তির সাহসী অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সদ্য ভিকি কৌশলের (Vicky Kauhal) সঙ্গে তাঁর সাহসী নাচও বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু তৃপ্তি দিমরির এই সাহসী ইমেজই নাকি 'কাল' হল এই ছবির ক্ষেত্রে। 'আশিকি ২' ছবিতে আদিত্য রায় কপূর ও শ্রদ্ধা কপূরের রসায়ন চূড়ান্ত জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। এরপরেই শোনা গিয়েছিল 'আশিকি ৩'-এর মুক্তির কথা। পরবর্তীতে শোনা গিয়েছিল, 'আশিকি ৩'-তে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তৃপ্তি। তবে হঠাৎই এই ছবি থেকে বাদ পড়েন তৃপ্তি।
কিন্তু কেন? শোনা গিয়েছে, ইতিমধ্যেই নাকি কথাবার্তা এগিয়েও গিয়েছিল দুই তারকার সঙ্গে। তবে পরিচালকের উপলদ্বি, তৃপ্তি নাকি বড্ড সাহসী। তৃপ্তির মধ্যে সেই সারল্য নেই, যা এই ছবিটির জন্য প্রয়োজন। সেই কারণেই নাকি 'আশিকি ৩' থেকে বাদ পড়েছেন তৃপ্তি। তার জায়গায় নাকি দেখা যেতে চলেছে সারা আলি খান (Sara Ali Khan)-কে। তাঁর মধ্যে নাকি সেই সারল্য রয়েছে যা এই গল্পের জন্য প্রয়োজন। সেই কারণেই নাকি এই ছবিতে কাস্ট করা হবে তাঁকে। শোনা যাচ্ছে, তারকার সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা কিছুটা এগিয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।
সদ্য ‘ইন দিনো মেট্রো’ ছবিতে এই নায়িকার সঙ্গে কাজ করেছেন পরিচালক অনুরাগ বসু। সারা আলি খান ও কার্তিক আরিয়ান নাকি একসঙ্গে সম্পর্কে ছিলেন বলেও শোনা যায়। তবে সেই কথা তাঁরা কখনও স্বীকার করেননি। তবে হামেশাই বিভিন্ন পার্টিতে দেখা যেত তাঁদের। তবে 'লাভ আজ কাল' ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। তবে সেই জুটি সাফল্য পায়নি বক্স অফিসে। তবে শোনা যায়, বর্তমানে কার্তিক আরিয়ান ও সারা আলি খানের মধ্যে আর সম্পর্ক নেই। তবে তাঁদেরকেই নাকি দেখা যেতে চলেছে নতুন ছবিতে। কার্তিক আরিয়ানের প্রাক্তনের ওপরেই ভরসা রাখতে চলেছেন অনুরাগ বসু। তবে এখনও শুরু হয়নি এই ছবির কাজ।