এক্সপ্লোর
Rukmini Maitra: 'বিনোদিনী'-র প্রচারে মঞ্চ মাতাচ্ছেন, কিন্তু একসময়ে বিশেষ কারণে এই নাচই ছেড়ে দিয়েছিলেন রুক্মিণী!
Rukmini Maitra on Binodini: ছোটবেলা থেকেই নাচ শিখতেন রুক্মিণী। তিনি নাচ করতে রীতিমতো ভালবাসতেন। তবে একটা সময়ে তিনি নাচ ছেড়ে দিয়েছিলেন।
কেন নাচ ছেড়েছিলেন রুক্মিণী
1/10

'বিনোদিনী'-র জন্য নতুন করে নাচের অনুশীলন শুরু করেছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে জানেন কী, এই প্রথম নাচ করছেন না রুক্মিণী।
2/10

ছোটবেলা থেকেই নাচ শিখতেন রুক্মিণী। তিনি নাচ করতে রীতিমতো ভালবাসতেন। তবে একটা সময়ে তিনি নাচ ছেড়ে দিয়েছিলেন।
3/10

এবিপি লাইভকে রুক্মিণী নিজেই গল্প করেছিলেন, তিনি ছোটবেলা থেকেই নাচ করতেন। কিন্তু একটা সময়ে নাচ ছেড়ে দিয়েছিলেন তিনি। কারণ ছিল তাঁর উচ্চতা!
4/10

দীর্ঘাঙ্গী রুক্মিণীকে নাকি নাচের লাইনে সবসময় সবার পিছনে পাঠিয়ে দেওয়া হত। সেই খারাপ লাগা থেকেই নাচ ছেড়ে দিয়েছিলেন রুক্মিণী।
5/10

তবে অভিনয় করা কালীন রুক্মিণী ফের নাচের চর্চা করেন। আর 'বিনোদিনী'র চরিত্রে অভিনয় করার সময় তাঁকে ধ্রুপদী নৃত্য শিখতে হয়েছে।
6/10

সদ্য মুক্তি পেয়েছে রুক্মিণীর নতুন সিনেমার 'কানহা' গানটি। এই গানের প্রচারের সময় ধ্রুপদী নাচের তালে পাওয়া গেল রুক্মিণীকে। লাল পোশাকে মঞ্চ মাতালেন তিনি।
7/10

আর এর আগে সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছিলেন, 'বিনোদিনী'-র প্রস্তুতিপর্বে প্রথমদিনেই নাচ করতে গিয়ে পোশাক ছিঁড়ে ফেলেছিলেন রুক্মিণী।
8/10

তবে রুক্মিণী আর নৃত্য এই প্রথম নয়। এর আগেও ছোটপর্দায় নাচের অনুষ্ঠানের বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে রুক্মিণীকে। সেখানেও নাচ করতে দেখা গিয়েছে তাঁকে একাধিকবার।
9/10

অন্যদিকে, জানুয়ারি মাসের শেষের দিকে মুক্তি পাচ্ছে রুক্মিণী মৈত্র অভিনীত ও রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী'। এই ছবিতে রুক্মিণী ছাড়াও অভিনয় করছেন একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী।
10/10

রুক্মিণী মৈত্রকে এই ছবিতে দেখা যাবে বিনোদিনীর চরিত্রে। ইতিমধ্যেই স্টার-এর নাম 'বিনোদিনী থিয়েটার' ঘোষণা করা হয়েছে আর তাতেই উচ্ছ্বসিত রুক্মিণী।
Published at : 10 Jan 2025 06:31 PM (IST)
View More
Advertisement
Advertisement























