Indrani Haldar Exclusive: বাড়িতে জোড়া বিয়ের অনুষ্ঠান ছেড়ে, সেটে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রীময়ী!
ধারাবাহিকে আপাতত শ্রীময়ী আর রোহিত সেনের বিয়ে নিয়ে শোরগোল। দর্শকদের কাছে বিভিন্ন প্রতিক্রিয়া পাচ্ছেন শিল্পীরা। মঙ্গলবার বিকেলে এবিপি লাইভের সঙ্গে আড্ডায় সেই অভিজ্ঞতাই ভাগ করে নিচ্ছিলেন ইন্দ্রাণী।
কলকাতা: ১২ অগাস্ট বিয়ের লগ্ন ছিল। একটা নয়, দু দুটো বিয়ের নেমন্তন্ন রয়েছে সেদিন। কয়েকদিন থেকেই তোড়জোড়, হৈ হুল্লোড়। তার মধ্যেই সকালে বেরনোর আগে মা কে গিয়ে বললাম, 'মা, তুমি ভালো করে সেজে নিও। আমি বেরোচ্ছি। আজ তো আমারও বিয়ে'! মা চমকে উঠে বললেন, তোর.. বিয়ে!' কথাটা শেষ করেই হেসে ফেললেন ইন্দ্রাণী হালদার। যদিও এখন দর্শকের কাছে তাঁর অপর নামটিই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মুহূর্তে। 'শ্রীময়ী'।
ধারাবাহিকে আপাতত শ্রীময়ী আর রোহিত সেনের বিয়ে নিয়ে শোরগোল। দর্শকদের কাছে বিভিন্ন প্রতিক্রিয়া পাচ্ছেন শিল্পীরা। মঙ্গলবার বিকেলে এবিপি লাইভের সঙ্গে আড্ডায় সেই অভিজ্ঞতাই ভাগ করে নিচ্ছিলেন ইন্দ্রাণী। বিবাহ পর্বের শ্যুটিং শেষ হয়ে চালু হয়ে গিয়েছে টেলিকাস্টও। ইন্দ্রাণী বলছেন, 'আমারা দর্শকদের কাছে এতটাই জীবন্ত যে তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়ে থাকেন। একটা কেন হল, ওটা কেন হল না... ধুতিটা লাল না হলুদ, শাড়ীটা এমন হলে ভালো হত। সেটে এগুলো নিয়ে আমরা হাসাহাসি করি। তবে দর্শকদের এই মতামত খুব জরুরী। ধারাবাহিকের গল্পে শ্রীময়ী অনেক কিছু পেরিয়ে তারপর রোহিত সেনের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তটা ভীষণ সাহসী পদক্ষেপ। ভেবেছিলাম দর্শকেরা সমর্থন করবেন না। তবে এখন দেখছি, মানুষ ভালোবাসছেন। তাঁরা শ্রীময়ী রোহিতের বিয়েটে খুশি। সমর্থনের পাল্লাটাই ভারী।'
ব্যক্তিগত জীবনে বিবাহিত ইন্দ্রাণী। পরিবার আর বন্ধুদের মধ্যে তাঁর অনস্ক্রিন বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া? হাসতে হাসতে পর্দার শ্রীময়ী বললেন, 'বন্ধুরা তো খুব রাগাচ্ছে। বলছে, আর একবার সুযোগ পেয়েছিস। ভালো করে বিয়েটা কর। আর আমাদের যেদিন শ্যুটিং হয়েছে, সেদিন বিয়ের লগ্ন ছিল। আমার নিজের আত্মীয়-পরিচিতদের মধ্যেই দুটো বিয়ে বাড়ি পড়েছিল। আমি নেমন্তন্নে যেতে পারিনি। বেরনোর সময় মায়ের সঙ্গে একবার দেখা করি আসি আমি রোজ। সেদিন বলে এসেছিলাম, বিয়ে করতে যাচ্ছি। শুনে আঁৎকে উঠেছিলেন মা।'
রোহিত, শ্রীময়ী এক হল। এরপর? ইন্দ্রাণী বলছেন, শ্রীময়ীর জীবনে আরও অনেক গল্প আসবে। ধারাবাহিকে অনেক নতুন মোড় আসবে। তবে এই ধারাবাহিক সাফল্যের জন্য গোটা টিমের সবার অবদান রয়েছে। মানুষ যেন আমাদের এভাবেই ভালোবেসে যান।'