Indrajeet Bose Exclusive: ছোটপর্দায় ১৪ বছরের দীর্ঘ কর্মজীবন, এবার 'চালচিত্র'র হাত ধরে বড়পর্দায় পা ইন্দ্রজিতের
'Chaalchitro' Exclusive: দীর্ঘ ১৪ বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন ইন্দ্রজিৎ। এবার সিনেমায়। কাজের ক্ষেত্রে কোনও পার্থক্য নজরে পড়ে? 'সত্যি কথা বলতে আমি কোনও পার্থক্য দেখতে পাই না।'
কলকাতা: ঘোষণার পর থেকেই উত্তেজনা তৈরি করেছে পরিচালক প্রতিম ডি. গুপ্তর (Pratim D Guptaa) নতুন ছবি 'চালচিত্র' (Chaalchitro)। একঝাঁক তারকাদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় চলছে ছবির শ্যুটিং। এই ছবির হাত ধরেই এই প্রথম বড়পর্দায় পা রাখছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajeet Bose)। কেমন তাঁর প্রথম ছবির অভিজ্ঞতা এখনও পর্যন্ত? ফোনে জানালেন এবিপি লাইভকে।
ছোটপর্দার ইন্দ্রজিৎ বসু এবার বড়পর্দায়
জনপ্রিয় ধারাবাহিক 'সাথী'র মুখ্য চরিত্র ইন্দ্রজিৎ বসু। এই প্রথম তাঁকে দেখা যাবে বড়পর্দায়। 'ফ্রেন্ডস কমিউনিকেশন' প্রযোজিত 'চালচিত্র' ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা। প্রথম ছবিতেই কাজ করছেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, জিয়াউল ফারুক অপূর্বর মতো অভিনেতাদের সঙ্গে। কেমন কাটছে শ্যুটিং পর্ব? এবিপি লাইভকে অভিনেতা বলেন, 'অভিজ্ঞতা এক কথায় দুর্দান্ত। এটা চারজন পুলিশ অফিসারের গল্প। তাঁদের মধ্যে একজন টোটা দা, একজন আমি, একজন শান্তনু আর একজন অনির্বাণ দা। খুব ভাল একটা গল্প। এতে সাসপেন্স আছে, খুব সুন্দর একটা আবেগঘন সফরের গল্প আছে। আর আমার চরিত্রের যে গল্পটা সেটা একেবারে আলাদা এবং অনন্য। সেটা অত্যন্তই ভাল। অবশ্যই সেই ব্যাপারে খোলসা করে এখনই বলতে পারব না।' একইসঙ্গে তাঁর বক্তব্য, 'বড় প্ল্যাটফর্মে লঞ্চ হবে এটি। তো সবমিলিয়ে আমার বড়পর্দায় আসাটা খানিক দেরিতে হলেও বেশ ভালভাবেই হচ্ছে। তবে একদিকে ছোটপর্দায় আমার দীর্ঘ একটা সফল কেরিয়ার আছে, সেটা হয়তো হতো না তাহলে।'
দীর্ঘ ১৪ বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন ইন্দ্রজিৎ। এবার সিনেমায়। কাজের ক্ষেত্রে কোনও পার্থক্য নজরে পড়ে? 'সত্যি কথা বলতে আমি কোনও পার্থক্য দেখতে পাই না। আমি এখনও ধারাবাহিকের কাজ করছি। যেহেতু আমি প্রথম থেকেই ধারাবাহিকের নায়কের চরিত্রে কাজ করেছি, ফলে সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমি বড়পর্দার জন্য তারিখ দিতে পারতাম না। সবসময়েই শিডিউল নিয়ে সমস্যা হত, এবং আমি একাধিক ছবির কাজ ছেড়েছি এই কারণে। আর শ্যুটিংয়ের কথা বললে, সিনেমায় যেহেতু প্রি-প্রোডাকশন করা থাকে, তাই খানিকটা সংগঠিত কাজ। অন্যদিকে ধারাবাহিক তো প্রত্যেকদিনের কাজ প্রত্যেকদিন। তাই একটু এলোমেলো কাজ হয়ে যায়। নয়তো বাকি সবটাই এক। আর এই ছবির ইউনিটটা এত ভাল যে কাজ করতে ভাল লাগছে।'
অনেক অভিনেতাই নিজের চরিত্রের জন্য শ্যুটিং শুরুর আগে প্রস্তুতি নেন। কিন্তু 'আমি কখনও কোনও প্রস্তুতি নিই না', অকপট ইন্দ্রজিৎ। অভিনেতার কথায়, 'এই প্রশ্ন আমাকে অনেকেই করেন। আমি কোনও প্রস্তুতি নিই না। আমি পরিচালককেও বলেছি। আমি ফাঁকা পাতার মতো সেটে ঢুকি। আমার সত্যিই কোনও সমস্যা হয় না এতে। আমি বরং অনেকটা ফ্লেক্সিবল আর স্বতঃস্ফূর্ত থাকি এই কারণে। আগে থেকে প্রস্তুতি নিলে আমার স্বতঃস্ফূর্ততা হারিয়ে যায়। আমার কাজের ধরনটা এমনই। এখনও পর্যন্ত তো সমস্যা হয়নি।' প্রসঙ্গত এই ছবির শ্যুটিং চলবে কলকাতার বিভিন্ন স্থানেই, ফলে ছোটপর্দা ও বড়পর্দা একসঙ্গে সামলাতে বিশেষ অসুবিধা হচ্ছে না অভিনেতার।
'চালচিত্র' একটি থ্রিলার ঘরানার ছবি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাঁদের নেতৃত্বে রয়েছেন দুঁদে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এই আধিকারিকেরা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনও এক পুরনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়। তারপর? অবশ্যই রহস্যের সমাধান হবে ছবির মুক্তির পর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial