Kangana on Instagram: ইনস্টাগ্রামে নস্ট্যালজিক কঙ্গনা রানাউত, শেয়ার করলেন ছোটবেলার একাধিক ছবি
Kangana on Instagram: কঙ্গনা রানাউত প্রায়ই বিভিন্ন বিষয়ে তাঁর মতামতের জন্য শিরোনামে থাকেন। একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং ট্রোলিংয়েরও শিকার হয়েছেন। গতকাল হঠাৎই শেয়ার করলেন ছোটবেলার একাধিক ছবি।
নয়াদিল্লি: হঠাৎই নস্ট্যালজিক (Nostalgic)। পুরনো ছবি ঘেঁটে খানিক স্মৃতির সরণী বেয়ে গেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছোটবেলার একাধিক ছবি (Childhood pictures)। বিভিন্ন ছবিতে খুদে কঙ্গনার সঙ্গে বোন রঙ্গোলিকেও (Rangoli Chandel) দেখা গেল। কিছু ছবিতে দেখা মিলল তাঁর মা-বাবারও।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'টিনএজ' বয়সের বেশ কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কঙ্গনা। প্রথম ছবিতে দেখা গেল 'থালাইভি' অভিনেত্রীকে ২০০০ সালে কেমন দেখতে ছিল। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, 'হা হা... নবম শ্রেণির নিশ্চয়ই... ২০০০ সাল।'
এরপর বোন রঙ্গোলির সঙ্গে তাঁদের বাবার একটি পুরনো ছবি শেয়ার করেন অভিনেত্রী। বোনকে ট্যাগ করে অভিনেত্রী লেখেন, 'র্যাঙ্গস দেখো আমি কী খুঁজে পেলাম।' চুড়িদার পরে রঙ্গোলির একটি পোট্রেট ছবিও শেয়ার করেন কঙ্গনা।
শেষের দিকে নিজের স্কুলের সময়েই একটি মিষ্টি ছবি শেয়ার করেন 'ক্যুইন' অভিনেত্রী। সঙ্গে ছিলেন বন্ধু ন্যান্সি। কঙ্গনা লেখেন, 'স্কুলের দিনগুলি... ওটা আমি ও আমার প্রিয় বন্ধু ন্যান্সি দ্বিতীয় শ্রেণিতে।'
কঙ্গনা রানাউত প্রায়ই বিভিন্ন বিষয়ে তাঁর মতামতের জন্য শিরোনামে থাকেন। একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং ট্রোলিংয়েরও শিকার হয়েছেন।
আরও পড়ুন: Simmba 2: এবার কি আসছে 'সিম্বা টু'? ইঙ্গিতপূর্ণ কথা রণবীর সিংহের
তবে এই নতুন বছর ইতিবাচক ভাবে শুরু করেন বলিউড তারকা। তিরুপতি বালাজি থেকে আশীর্বাদ নিয়ে শুরু করেন ২০২২। ইনস্টাগ্রাম হ্যান্ডলে নতুন বছরে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। তাঁকে শাড়ি পরে, সোনার গয়নায় সেজে পোজ দিতে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, 'সবাইকে নববর্ষের শুভেচ্ছা... তিরুপতি বালাজির আশীর্বাদ নিয়ে এই বছর শুরু করছি... আশা করি এটি একটি স্মরণীয় বছর হবে।'
অপর একটি পোস্টে রাহু কেতু মন্দিরের ভিতরের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এই মন্দির তিরুপতি বালাজির কাছেই অবস্থিত। তিনি আরও লেখেন যে এই বছর তিনি আরও ভালবাসা চান এবং কম পুলিশ অভিযোগ, এফআইআর চান।
কাজের ক্ষেত্রে, কঙ্গনা রানাউতকে 'তেজস' (Tejas) ছবিতে দেখা যাবে। এছাড়া তাঁকে 'মনিকর্ণিকা রিটার্নস', 'এমার্জেন্সি', 'ধাকড়' (Dhaakad), 'দ্য ইনকার্নেশন: সীতা' ছবিতে দেখা যাবে।