এক্সপ্লোর
হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা রাজাক খানের মৃত্যু

মুম্বই: বলিউডের কমেডি অভিনেতা রাজাক খান প্রয়াত। বয়স হয়েছিল ৬৫ বছর। মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বান্দ্রার একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ‘হেরা ফেরি’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘বাদশা’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন রাজাক। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ অভিনেতা ঋষি কপূর, পরিচালক প্রিয়দর্শন, অনুরাগ কাশ্যপ, অভিনেতা আর্শাদ ওয়ারসি, রাজপাল যাদব, কপিল শর্মা শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাজাকের শেষকৃত্য সম্পন্ন হবে বলে তাঁর পরিবারের সূত্রে জানা গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















