Saheb Bhattacharyya: হারিয়ে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার সাহেবের মানিব্যাগ, স্বস্তিতে অভিনেতা
অভিনেতা সাহেব ভট্টাচার্যের মানিব্যাগ উদ্ধার হল হারিয়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যেই।
কলকাতা: দিন দুপুরে মানিব্যাগ খুইয়েছিলেন পর্দার তোপসে। এস পি মুখার্জি রোডে গাড়ি রেখে জিম করতে গিয়েছিলেন তিনি। এরপর ফিরে এসে তিনি তাঁর মানিব্যাগটি খুঁজে পাননি। অভিনেতার সন্দেহ হয়, সেটি চুরি হয়েছে। থানায় অভিযোগও দায়ের করেছিলেন সাহেব। তিনি আরও দাবি করেন, গাড়ি লক করা ছিল, কাচও তোলা ছিল। পার্কিংয়ে গাড়ি রেখে জিমে ঢুকেছিলেন তিনি বন্ধ গাড়ি থেকে কীভাবে চুরি হতে পারে মানিব্যাগ সেই নিয়ে ধন্দে পড়ে পুলিশও। কিন্তু দিন গড়াল না, কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হল সাহেব ভট্টাচার্য্যের মানিব্যাগ।
অভিনেতা সাহেব ভট্টাচার্যের মানিব্যাগ উদ্ধার হল হারিয়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যেই। গাড়ি পার্ক করে যাওয়ার পর অভিনেতা দাবি করেন, তিনি তাঁর মানিব্যাগটি খুঁজে পাচ্ছেন না। সেটি সম্ভবত তাঁর গাড়ি থেকে চুরি গেছে বলে তাঁর সন্দেহ হয়। এরপরেই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন সাহেব।
পুলিশ সূত্রে খবর, কার পার্কিং এর সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাহেব তাঁর গাড়ি থেকে নামার সময় মানিব্যাগটি পকেট থেকে পড়ে তাঁরই গাড়ির চাকার পাশে চলে যায়। ফলে অভিনেতা সেটি দেখতে পাননি। ফিরে এসে গাড়ির মধ্যে ব্যাগটি খুঁজে পাননি তিনি। নিজের সঙ্গে জিমেও সেটি নিয়ে জাননি তিনি। অভিনেতার ধারণা হয় সমস্ত গুরুত্বপূর্ণ নথি সহ চুরি হয়ে গিয়েছে তাঁর মানিব্যাগ। এই আশঙ্কা থেকেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অভিযোগ পেয়ে ওই পার্কি লর্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পরে এক মিস্ত্রি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মানিব্যাগটি দেখতে পেয়ে চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালের পুলিশ আউটপোস্টে সেটি জমা দিয়ে যান।
এরপর পুলিশের তরফ থেকে ওই মানিব্যাগ ফিরিয়ে দেওয়া হয় অভিনেতার কাছে। ব্যাগের মধ্যে টাকা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল অভিনেতা। ছিল আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইন্সের মত পরিচয়পত্রও। এই সমস্ত পরিচয়পত্র অন্য কারও হাতে গেলে তার অপব্যবহার হতে পারে সেই আশঙ্কাও করেছিলেন অভিনেতা। তবে আশঙ্কা উড়িয়ে হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরল যথাস্থানে।