Kisi Ka Bhai Kisi Ki Jaan: মজার ভঙ্গিতে ঘোষণা সলমনের, অগ্রিম বুকিং শুরু 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির
Salman Khan: ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে সলমন খান মুখ্য চরিত্রে ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন। শেষ তাঁকে শাহরুখ খানের ব্লকবাস্টার 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে টাইগার হিসেবে দেখা গিয়েছিল।
নয়াদিল্লি: আগামী শুক্রবার, ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের (Salman Khan) 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবি। সিনেমা দেখার জন্য অগ্রিম টিকিট বুকিং (Advance Booking) শুরু হয়ে গিয়েছে। অভিনেতা নিজেই সেই কথা ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়।
'কিসি কা ভাই কিসি কি জান' ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু, ঘোষণা সলমনের
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন সলমন। সেখানেই ঘোষণা করেন অগ্রিম বুকিংয়ের কথা। ৫৭ বছর বয়সী অভিনেতা লেখেন, 'কিসি কা ভাই কিসি কি জানের জন্য অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গেল। এখনই নিজেদের টিকিট নিয়ে নিন! ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।'
View this post on Instagram
সোমবারও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজেরই একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'কাজ করার থেকে ভাল কিছু নেই ফলে আরাম করতে হবে না। কাজ করো। KKBKKJ মুক্তি পেতে চারদিন বাকি, পরিশ্রম না করলে পরিবারকে ফ্যামিলি ফিল্ম কীভাবে দেখাবে। অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে, কিনে ফেলো।'
View this post on Instagram
ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে সলমন খান মুখ্য চরিত্রে ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন। শেষ তাঁকে শাহরুখ খানের ব্লকবাস্টার 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে টাইগার হিসেবে দেখা গিয়েছিল।
এই প্রথম ফারহাদ সামজি ও সলমন খান একসঙ্গে কাজ করছেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরিচালক বলেন, 'সলমন খানের একটি ছবি পরিচালনার জন্য আমি ২০ বছর অপেক্ষা করেছি। 'কিসি কা ভাই কিসি কি জান' পরিবেশনে রক্ত, ঘাম ও চোখের জল গেছে। আমার মনে আছে যখন আমাকে বলা হয়েছিল আমি ছবিটি পরিচালনা করব, আমি যেন হাতে চাঁদ পেয়েছিলাম।'
আরও পড়ুন: Kangana Ranaut: একসময় সবথেকে কাছের বন্ধু ছিলেন, তারপরই হঠাৎই ছেদ পড়ল আমির-কঙ্গনার বন্ধুত্বে! কেন?
অন্যদিকে, গতকালই মুক্তি পেয়েছে ছবির নতুন গান 'ও বল্লে বল্লে'। এই গানে ছবিতে সলমনের তিন বন্ধুর প্রেমের ঝলক দেখা যায়। সুখবীরের কণ্ঠে ও তাঁরই সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে এই গান। এটি মূলত পাঞ্জাবী গায়ক সুখবীর সিংহের পুরনো হিট গান 'বল্লে বল্লে'র নতুন ভার্সন। গানের শুরুতেই সলমন খানকে দুর্দান্ত স্টেপে নাচ করতে দেখা গেল। শেহনাজ ও রাঘব, পালক ও জসসি ও সিদ্ধার্থ ও ভিনালির প্রেমের ঝলকও মেলে। গানের কথা লিখেছেন কুমার। গানের মূল উপাদান পাঞ্জাবী বিট।