Sidharth Kiara Marriage : ফেব্রুয়ারিতেই সাতপাক ঘুরে ফেলছেন সিদ্ধার্থ-কিয়ারা, ভেন্যুও নাকি ঠিক?
Actors Sidharth, Kiara Advani : কর্ণ জোহরের চ্যাট শো কফি উইথ করণের শেষ সিজনে, কিয়ারা এবং সিদ্ধার্থকে , তাদের সম্পর্ক সম্পর্কে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল।
মুম্বই : জল্পনা চলছিল অনেক দিন ধরেই । এবার গুঞ্জন কিয়ারা আডভাণী এবং সিদ্ধার্থ মালহোত্রর (Kiara Advani And Sidharth Malhotra )বিয়ের দিনক্ষণও এক্কেবারে পাকা হয়ে গিয়েছে। ৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে অভিনেতা -অভিনেত্রীর। একটি সর্বভারতীয় সংবাদপত্র এমনটাই দাবি করেছে।
ভেনুও এক্কেবারে পাকা
আগে জানা গিয়েছিল, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা। বিয়ের দিন শুধু নয়, বিয়ের ভেনুও এক্কেবারে পাকা। রাজস্থানের জয়সলমীরে হবে বিয়ে । ওই রিপোর্ট অনুসারে "সিদ্ধার্থ এবং কিয়ারা ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। তাদের প্রাক-বিবাহের অনুষ্ঠান ৪ এবং ৫ ফেব্রুয়ারি হবে। সেখানেই হবে অতিথি সমাগম। সম্পন্ন হবে মেহেন্দি, হলদি এবং সঙ্গীত অনুষ্ঠান ।
সাত পাক হবে ...
বিবাহ ৬ তারিখ। সাত পাক হবে প্যালেস হোটেলে । এই বছরের অন্যতম বিগ ফ্যাট ওয়েডিং হতে চলেছে এটি। নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে ভিকি ক্যাটের বিয়ের মতোই আঁটোসাঁটো। ইটাইমস এক সূত্রে জেনেছে এই খবর। শেরশাহ ছবিতে তাঁরা এক সঙ্গে কাজ করেন।
আমি অস্বীকার করছি না ...
কর্ণ জোহরের চ্যাট শো কফি উইথ করণের শেষ সিজনে, কিয়ারা এবং সিদ্ধার্থকে , তাদের সম্পর্ক সম্পর্কে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। কর্ণ যখন কিয়ারাকে জিজ্ঞেস করেছিলেন, "তুমি কি সিদ্ধার্থের সঙ্গে তোমার সম্পর্ক অস্বীকার করছ?" তাঁর উত্তর ছিল: "আমি অস্বীকার করছি না বা গ্রহণ করছি না।" কর্ণ তখন তাকে জিজ্ঞেস করেন, "তুমি কি কাছের বন্ধু?" অভিনেত্রী বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের চেয়ে বেশি। তাঁর বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, কিয়ারা বলেন, "কফি উইথ করণে আমি প্রকাশ করছি না।"
তাঁর জীবন যদি সিনেমা হয়, সিনেমার শিরোনাম কী হবে , কর্ণকে কিয়ারার জবাব ছিল, "শেরশাহ। জীবনটা কিং সাইজ হওয়া উচিত।" যখন কর্ণ রসিকতা করেছিলেন, "আকার গুরুত্বপূর্ণ," কিয়ারা যোগ করেছিলেন, "আমার এটা বলা উচিত হয়নি... জুগ্জগ জিয়ো।"
২০২২ এ জনপ্রিয়াত শীর্ষে থাকার পর ২০২৩ এর শুরুতেও একের পর এক কাজ পাইপলাইনে। এ বার নতুন জীবনে পা রাখবেন অভিনেত্রী।
আরও পড়ুন :
বর্ষশেষে ঝলমলে পাহাড়, মন মাতাচ্ছে মেঘ-রোদের খেলা আর কনকনে ঠান্ডা