Alia Bhatt: বয়েই গিয়েছে পাল্টে পাল্টে পরতে! জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়িই বাছলেন আলিয়া
Alia Bhatt Saree: নিঃসন্দেহে এই দিনটি যে কোনও শিল্পীর জীবনে খুবই বিশেষ। আর তাকে আরও বিশেষ করে তুলতে আলিয়া ভট্ট বেছে নিয়েছিলেন তাঁর বিয়ের শাড়ি।
নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) অনুষ্ঠিত হচ্ছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান (69th National Films Award Ceremony)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। এদিনের অনুষ্ঠানে চোখ ধাঁধানো সাজে সেজেছিলেন। তবে অনুষ্ঠান শুরুর আগেই রেড কার্পেট থেকেই ভাইরাল হয়ে যায় তাঁর ছবি। নজরে তাঁর পরনের শাড়ি। জীবনের এই বিশেষ দিনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন অপর এক বিশেষ দিনের পোশাক। ভাইরাল হল ছবি।
জাতীয় পুরস্কারের মঞ্চে বিয়ের শাড়ি পরে
নিজের অভিনয় দক্ষতা দিয়ে অনুরাগী ও দর্শকের মন জয় করেছিলেন আগেই। এবার নিজের নাম তুললেন জাতীয় পুরস্কার বিজয়ীদের তালিকায়। 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন তিনি।
নিঃসন্দেহে এই দিনটি যে কোনও শিল্পীর জীবনে খুবই বিশেষ। আর তাকে আরও বিশেষ করে তুলতে আলিয়া ভট্ট বেছে নিয়েছিলেন তাঁর বিয়ের শাড়ি। মঙ্গলবার সকালেই স্বামী রণবীর কপূরের হাত ধরে তিনি মুম্বই থেকে পাড়ি দেন দিল্লির উদ্দেশে। এরপর তাঁকে দেখা যায় অনুষ্ঠানের রেড কার্পেটে।
তারকা ডিজাইনার সব্যসাচী তৈরি করেছিলেন আলিয়ার আইভরি রঙের শাড়ি। সেই শাড়িই পুনরায় এদিন পরেন আলিয়া ভট্ট। একদমই ঠিক শুনছেন। বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কারের মঞ্চে ওঠেন আলিয়া। পুরস্কার নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। ২০২২ সালে বিয়ে সারেন অভিনেত্রী। এরপর ২০২৩ সালের এই বিশেষ দিনে ফের গায়ে তুললেন একই শাড়ি। চুল তুলে করলেন খোঁপা, লাগালেন সাদা গোলাপ ফুল।
#WATCH | Alia Bhatt receives the Best Actress Award for 'Gangubai Kathiawadi', at the National Film Awards. pic.twitter.com/dwiXrBGlND
— ANI (@ANI) October 17, 2023
আরও পড়ুন: Hema-Rekha: 'কেয়া খুব লগতি হো...' জন্মদিনে হেমা মালিনীকে ডেডিকেট করে নাচ রেখার, ভাইরাল ভিডিও
সাধারণত তারকাদের বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরেই দেখা যায়। তবে আলিয়া এর আগে একাধিক সাক্ষাৎকারে একই পোশাক পুনরায় ব্যবহার করা ও টেকসই ফ্যাশনের কথা বলেছেন। সেই ফ্যাশনই তিনি ব্যবহার করলেন নিজের জন্যও। ফলে নিজের বিয়ের শাড়ি যে তিনি সচেতনভাবেই এদিন পরেছিলেন তা বলাই বাহুল্য। কেবল বিয়ের থেকে ভিন্নভাবে স্টাইল করেছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন