করিশ্মা শর্মা একতা কপূরের পছন্দের অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি জানিয়েছেন, চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী ভূমিকায় অভিনয় করতে তাঁর কোনও আপত্তি নেই।
2/7
অভিনয়ের জন্য বোল্ড ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য তাঁর পরিবারের লোকজনের আপত্তি রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে করিশ্মা বলেছেন, এ ব্যাপারে তাঁর পরিবার তাঁকে প্রচুর সমর্থন করেন। পরিবারের তাঁর প্রতি আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
3/7
করিশ্মা বলেছেন, চিত্রনাট্য যদি এমনটা চায়, তাহলে স্বচ্ছন্দে তিনি তা করবেন।
4/7
সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে করিশ্মা টপলেস হওয়া নিয়ে নিজের মতামত জানালেন। তিনি জানালেন, অভিনয়ের প্রয়োজনে টপলেস হতে তাঁর কোনও আপত্তি নেই।
5/7
করিশ্মা বর্তমানে অল্ট বালাজির ব্যানারে রাগিনী এমএমএস রিটার্নস-এ রাগিনীর ভূমিকায় অভিনয় করছেন। এই সিরিজে তাঁর সাহসী ভূমিকা তাঁর অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে।
6/7
সম্প্রতি একটি ফটোশ্যুট করেছেন করিশ্মা শর্মা। ফটোগ্রাফার অমিত খান্নার ক্যামেরায় তাঁকে দারুণ আকর্ষণীয় ও সাহসী দেখিয়েছে।
7/7
টিভি অভিনেত্রী করিশ্মা শর্মার অভিনয় দক্ষতা নিয়ে যতটা না জল্পনা চলে তার থেকে অনেক বেশি হয় সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ঘিরে। ইন্সটাগ্রামে তাঁর ফ্যান ফলোয়ার প্রচুর। তিনি ফলোয়ারদের খুশি রাখতে একের পর নিজের এক হট অ্যান্ড বোল্ড ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে।