Karisma Kapoor: কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই কাজে অনীহা? কেন একের পর এক হিট ছবি ছাড়ছিলেন করিশ্মা?
Actress Karisma Kapoor: কিন্তু কেন এই সমস্ত চরিত্র থেকে সরে এসেছিলেন করিশ্মা। তিনি নিজে না মুখ খুললেও এ নিয়ে নানা মুনির নানা মত রয়েছে
কলকাতা: সালটা ১৯৯৯। সেই সময়ে নিজের কেরিয়ারের সেরা সময়টিতে রয়েছে করিশ্মা কপূর (Karisma Kapoor)। বক্সঅফিসে একের পর এক হিট ছবি, নামকরা নায়কদের সঙ্গে কাজ.. সব মিলিয়ে কেরিয়ারের বেশ ভাল সময়েই ছিলেন তিনি। কিন্তু ঠিক এমন সময়ে, একটি নয়, একাধিক হিট ছবি ছেড়ে দিয়েছিলেন নায়িকা! যে ছবিগুলি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারত, তাঁকে নিয়ে যেতে পারত আরও উচ্চতায়, এমন বেশ কয়েকটি ছবির কাজ হাতে নিয়েও ছেড়ে দিয়েছিলেন নায়িকা। কিন্তু কেন? সেই কারণ আজও রহস্যাবৃত।
এর মধ্যে একটি ছবি ছিল সাজিদ নাদিয়াওয়ালার (Sajid Nadiadwala) 'হর দিল যো পেয়ার করেগা' (Har Dil Jo Pyar Karega)। এই ছবির গল্প পর্যন্ত লেখা হয়েছিল করিশ্মা কপূরকে ভেবে। ছবিটি করতে প্রাথমিকভাবে রাজিও ছিলেন করিশ্মা। কিন্তু পরবর্তীতে তিনি এই ছবির অফার ফিরিয়ে দেন। কোনও কারণ দেখাননি নায়িকা।
দ্বিতয় ছবিটি ছিল, দীপক শ্রীভদাসানি (Deepak Shivdasani)-র ছবি 'ইয়ে রিস্তে হ্যায় পেয়ার কা' (Yeh Raaste Hain Pyaar Ke)। এই ছবিও লেখা হয়েছিল করিশ্মাকে ভেবেই। প্রথমে এই ছবির কাজ হাতে নিলেও পড়ে তা ছেড়ে দেন করিশ্মা। কিন্তু কারণ হিসেবে সঠিকভাবে কিছু জানাননি নায়িকা। পরবর্তীতে অবশ্য এই ছবিটি তৈরি হয়েছিল। যে চরিত্রে করিশ্মার অভিনয় করার কথা ছিল, সেই চরিত্রে দেখা যায় প্রীতি জিন্টাকে।
কিন্তু কেন এই সমস্ত চরিত্র থেকে সরে এসেছিলেন করিশ্মা। তিনি নিজে না মুখ খুললেও এ নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। অনেকে মনে করেন, একঘেয়ে চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন করিশ্মা। তাঁর কিছুটা বিরতি দরকার ছিল। সঙ্গে ছিল একটু অন্য ধরণের, চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার ইচ্ছা। সেই কারণেই একঘেয়ে চরিত্র হওয়ায় তিনি ফিরিয়ে দিয়েছিলেন এই দুটি ছবিই।
অনেকের মতে আবার লোলোর কেরিয়ারের ওপর তাঁর পরিবারের বিশাল প্রভাব। পরিবারের কথাতেই নাকি এই দুটি ছবি ফিরিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোই তখন ছিল তাঁর মূল ইচ্ছা। তবে এই বিষয়ে কখনও মুখ খোলেননি করিশ্মা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।