![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Priyanka-Parineeti: পরিণীতির বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রিয়ঙ্কা? শুভেচ্ছার পোস্টে ইঙ্গিত তেমনই
Parineeti-Raghav Wedding: সম্প্রতি স্টোরিতে পরিণীতির একটি পুরনো ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। বেশ হালকা মেজাজে পোজ দিয়েছেন তিনি, মাথায় হ্যাট, রঙিন স্কার্ট, কালো টপ। চোখ বন্ধ করে উপভোগ করছেন পরিবেশ।
![Priyanka-Parineeti: পরিণীতির বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রিয়ঙ্কা? শুভেচ্ছার পোস্টে ইঙ্গিত তেমনই Actress Priyanka Chopra Hints At Missing 'Little One' Parineeti Chopra's Wedding, Wishes Her Love And Happiness Priyanka-Parineeti: পরিণীতির বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রিয়ঙ্কা? শুভেচ্ছার পোস্টে ইঙ্গিত তেমনই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/23/fb29975bdbc6dd05309b535e0d9874ac1695478490285229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাত পোহালেই বাজবে বিয়ের সানাই। ২৪ সেপ্টেম্বর, উদয়পুরে চার হাত এক হবে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার (Raghav Chadha)। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Choppra) করা একটি পোস্ট থেকে মনে করা হচ্ছে যে বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না 'দেশি গার্ল'। কী এমন লিখলেন তিনি?
পরিণীতির বিয়েতে অনুপস্থিত থাকবেন প্রিয়ঙ্কা
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন প্রিয়ঙ্কা। শোনা যাচ্ছিল, মেয়ে মালতী মেরিকে নিয়ে তুতো বোনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিগি চপস। অভিনেত্রীর মা, মধু চোপড়াকে ইতিমধ্যেই দেখা গেছে বিয়ের আগের অনুষ্ঠানের অংশ নেওয়ার জন্য উদয়পুরে পাড়ি দিতে।
সম্প্রতি নিজের স্টোরিতে পরিণীতির একটি পুরনো ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। বেশ হালকা মেজাজে পোজ দিয়েছেন তিনি, মাথায় হ্যাট, রঙিন স্কার্ট, কালো টপ। চোখ বন্ধ করে উপভোগ করছেন পরিবেশ। ছবির ক্যাপশনে প্রিয়ঙ্কা লেখেন, 'আমি আশা করছি তোমার জীবনের বড় দিনেও তুমি ঠিক এরকমই আনন্দে ও শান্ত হয়ে আছ... সবসময় তোমার জন্য অঢেল ভালবাসা।'
এই পোস্টের আগেই একটি ভিডিও পোস্ট করেন প্রিয়ঙ্কা চোপড়া যেখানে তাঁর মেয়ে মালতী ও দেওর ফ্র্যাঙ্কি জোনাসের সঙ্গে তাঁকে দেখা যায় ফার্মে। প্রিয়ঙ্কা চোপড়াকে সেখানে ছাগলছানার সঙ্গে খেলতে দেখা গেল। পশুপাখিদের সঙ্গে আলাপচারিতায় মাততে দেখা যায় খুদে মালতীকেও। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'ফার্ম জীবন ঘুরে দেখা প্রিয় আঙ্কল ফ্র্যাঙ্কি জোনাসের সঙ্গে।' আপাতত গুঞ্জন, আগে থেকে সেই সময়ে কাজ পড়ে যাওয়ার কারণে বিয়েতে হয়তো উপস্থিত থাকবেন না প্রিয়ঙ্কা।
View this post on Instagram
আরও পড়ুন: Amitabh Bachchan: 'বড় ভুল করেছিলাম'! 'সারা জমানা' গানে বাল্বসমেত পোশাক পরে 'উপলব্ধি' অমিতাভের
প্রসঙ্গত, রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে অনুষ্ঠিত হবে উদয়পুরে। সেখানে 'দ্য লীলা প্যালেস'-এ বসবে বিয়ের আসর। ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা ও রাজনৈতিক দুনিয়ার একাধিক মানুষ অংশ নেবেন বিয়েতে। চলতি বছরের মে মাসে দিল্লিতে আংটি বদল সারেন তারকা জুটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)