এক্সপ্লোর
ভারতীয়রা আজও যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বলতে লজ্জা বোধ করেন: রাধিকা আপ্তে

মুম্বই: বলিউড, মরাঠি এবং কয়েকটি বাংলা ছবিতে একটু অন্যরকম অভিনয়ের জন্যে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। স্বাভাবিক দৈর্ঘ্যের ছবি থেকে শর্ট ফিল্ম সবধরনের ছবিতেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয়, এবং দৃঢ় কথা বলতে কখনওই ভয় পাননি রাধিকা। এবার তিনি খোলাখুলি মুখ খুললেন ‘যৌনতা’, ‘মানব দেহ’ নিয়ে। অভিনেত্রীর কথায়, ভারতে আজও ‘মানব দেহে’র সঙ্গে যুক্ত যা কিছু গোপন, আড়ালে থাকে, তা নিয়ে ফিসফিসানি হয়। প্রসঙ্গত, আজও ভারতীয়রা যৌনতা নিয়ে কথা বলতে লজ্জিত বোধ করেন। তিনি মনে করেন এখনও যৌনতাকে ভারতে ট্যাবু হিসেবে দেখা হয়। এরফল সরূপ, দিন কয়েক আগেই অভিনেত্রী ইন্সটাগ্রামে তাঁর একটি অত্যন্ত খোলামেলা ছবি পোস্ট করেছিলেন। তারপরই নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। তবে শুধু যৌনতা নয়, মহিলাদের ‘মাসিক’ নিয়েও এখনও কানাঘুষোয় আলোচনা হয়। এইজন্যেই রাধিকা তাঁর পরবর্তী ছবি নিয়ে বিশেষ আশাবাদী। ‘প্যাডম্যান’ ছবিতে একজন পুরুষের কথা বলা হয়েছে, যিনি স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন বানান। সেই সত্যি ঘটনা নিয়েই তৈরি হচ্ছে এই ছবিটি। রাধিকা মনে করেন, এই ছবির মাধ্যমে ‘মাসিক’ সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের মনের মধ্যে যে ট্যাবু আছে সেটা অনেকটা কেটে যাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















