Samantha Ruth Prabhu: জীবনের নতুন অধ্যায়ের সূচনা, প্রযোজনায় পা রাখলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
Production House: এদিন সংস্থার লোগো লঞ্চ করে অভিনেত্রী লেখেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালকদের অর্থবহ, নিজস্ব ও সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফর্ম দেওয়া।' কী নাম তাঁর সংস্থার?
নয়াদিল্লি: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। রবিবার, নিজের নতুন প্রযোজনা সংস্থার (production house) কথা ঘোষণা করলেন অভিনেত্রী। কী নাম রাখলেন নিজের সংস্থার? জানালেন সবটাই।
প্রযোজনায় পা রাখলেন সামান্থা
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই লিখলেন তাঁর প্রযোজনা সংস্থার নাম 'ট্রালালা মুভিং পিকচার্স' (Tralala Moving Pictures)। সেই সঙ্গে তিনি এও জানান যে তাঁর সংস্থা আপাতত হায়দরাবাদের 'মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস' নামক এক বিনোদন সংস্থার সঙ্গে কাজ করছে।
এদিন সংস্থার লোগো লঞ্চ করে অভিনেত্রী লেখেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালকদের অর্থবহ, নিজস্ব ও সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফর্ম দেওয়া।' সামান্থা ও মান্ডোয়া মিডিয়া ওয়ার্কসের যৌথ উদ্যোগে জন্ম হওয়া এই সংস্থা নিজেদের এই প্ল্যাটফর্মকে এমন এক স্থান হিসেবে মনে করে যা ঐতিহ্যগত আখ্যানকে পেরিয়ে যায়। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, 'খুব উৎসাহের সঙ্গে আমার প্রযোজনা সংস্থা ট্রালালা মুভিং পিকচার্সের নাম ঘোষণা করছি।'
View this post on Instagram
এই কাজে তাঁর সহযোগী ও 'মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস'-এর কর্তা হিমাঙ্ক দুভুরু বলেন, 'বিনোদন ও শোবিজ জগতে এমন অপরিসীম অভিজ্ঞতা সম্পন্ন কারও সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা মুগ্ধ। আমরা ফিল্ম, ওয়েব এবং টিভি এবং বিভিন্ন ফরম্যাট, কল্পকাহিনি এবং নন-ফিকশনের বিভিন্ন বিষয়বস্তু দেখব। এই নতুন সূচনা সম্পর্কে সত্যিই যা আমাদের উত্তেজিত করছে তা হল নতুন, অনন্য, চিন্তার উদ্রেককারী এবং বিনোদনমূলক ধারণাগুলি সামনে আনতে সক্ষম হওয়া। এই অংশীদারিত্ব চলচ্চিত্র নির্মাণে একটি অন্তর্ভুক্তিমূলক এবং দক্ষ দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা করে।'
আরও পড়ুন: Sara-Kartik Reunion: ফের 'প্রাক্তন' প্রেমিক কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন সারা?
কর্মক্ষেত্রে, সামান্থা রুথ প্রভু আপাতত তৈরি হচ্ছেন তাঁর শো 'সিটাডেল'-এর জন্য যেখানে তাঁকে বরুণ ধবনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে শারীরিক অসুস্থতার জন্য তাঁর 'খুশি' ছবির কাজ সেরে একটানা বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। কর্মজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয় না, এবং তা প্রায়ই শিরোনামে স্থান করে নেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।