Swastika Mukherjee: 'মায়ের ছায়া হয়ে বাঁচব...', ছবি দেখে এই তারকাকে তাঁর মায়ের সঙ্গে গুলিয়ে ফেলছেন নেটিজেনরা!
Swastika Mukherjee News: সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। ছবিটি একটি বিয়ে বাড়িতে তোলা
কলকাতা: তাঁর কথায় বারে বারেই উঠে আসে বাবার কথা, মায়ের কথা। ছোটবেলায় তিনি নাতি চাইতেন তাঁকে মায়ের মতোই দেখতে হবে, মায়ের মতো হাবভাব হবে। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় শনিবার মায়ের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। আর সেখানে সত্যিই তাঁকে দেখতে লাগছে অবিকল মায়ের মতোই। পুরনো একটি বিয়েবাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আবেগে ভাসলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। ছবিটি একটি বিয়ে বাড়িতে তোলা। সেখানে দেখা যাচ্ছে, মায়ের পাশে বসে রয়েছেন কিশোরী স্বস্তিকা। তাঁকে দেখতে লাগছে অবিকল তাঁর মায়েরই মতো। পাশেই বসে অভিনেত্রীর মা। স্বস্তিকা লিখছেন, 'মায়ের মতন দেখতে লাগবে.. এটাই ছিল জীবনের একমাত্র উদ্দেশ্য। মায়ের মতন চুল হবে, মায়ের মতন বসব, কথা বলব - মায়ের ছায়া হয়ে বাঁচব। ছোটবেলাটা বেশ ছিল, হঠাৎ কবে যেন বড় হয়ে গেলাম। চারদিকে এত বিয়েবাড়ি, আমাদেরও একটা বিয়েবাড়ির ছবি খুঁজে পেলাম'। শহর জুড়ে চলছে বিয়ের মরসুম। আর তার মধ্যেও পুরনো স্মৃতি হাতড়ালেন স্বস্তিকা।
এই প্রথম নয়, মায়ের জন্মদিন থেকে শুরু করে মায়ের পরা শাড়ি.. প্রত্যেকটা টুকরো টুকরো জিনিসই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে পছন্দ করেন স্বস্তিকা। প্রত্যেক মুহূর্তেই যেন তিনি মিস করেন মাকে। তবে কেবল মায়ের কথা নয়, স্বস্তিকার গলায় উঠে আসে বাবার কথাও। স্বস্তিকার বাবার নম্বর এখনও স্পিড ডায়ালে রাখা। মাঝে মাঝেই নাকি ভুল করে সেই নম্বরে ডায়াল করে ফেলেন স্বস্তিকা। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি শেয়ার করে নিয়েছেন তা দেখে অনেতেই মন্তব্য করেছেন, অভিনেত্রীকে দেখতে লাগছে অবিকল তাঁর মায়ের মতোই। অনেকেই লিখেছেন, অনেকেই নাকি স্বস্তিকার মাকে স্বস্তিকা বলেই ভুল করেছেন।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।