এক্সপ্লোর
ফের পথ দুর্ঘটনা কেড়ে নিল ২২ বছরের এক অ্যাড ফিল্ম অভিনেত্রীকে!

ভেল্লোর: ফের পথ দু্র্ঘটনায় মৃত্যু এক অ্যাড ফিল্ম অভিনেত্রীর, এবার বেঙ্গালুরুতে। আজ সকালে নত্রামপল্লী জেলায় চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সূত্রের দাবি, অভিনেত্রীর গাড়ির চালক আজ সকালে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছর বয়সি ওই অভিনেত্রী রেখা সিনডু। তবে গাড়িতে সেই সময় আরও তিন সওয়ারি ছিলেন। তাঁদের চোট রয়েছে, তবে অবস্থা গুরুতর নয়। মৃত অভিনেত্রী সেসময় বেঙ্গালুরু যাচ্ছিলেন। প্রসঙ্গত, পথ দুর্ঘটনার জেরেই গত সপ্তাহে কলকাতার রাস্তায় প্রাণ হারিয়েছেন মডেল ও অভিনেত্রী সনিকা সিংহ চৌহান, গুরুতর আহত হন তাঁর সহযাত্রী বাংলা টেলি সিরিয়ালের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। মাসখানেক আগে জনপ্রিয় লোকশিল্পী কালিকাপ্রসাদেরও মৃত্যু হয় পথ দুর্ঘটনার জেরেই। তাঁর সঙ্গে গাড়িতে যে অন্য আরোহীরা ছিলেন তাঁরা প্রত্যেকেই আহত হন। প্রাথমিক চিকিত্সার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায়ও চালকের গাফিলতি ধরা পড়েছিল। বেশ কয়েকবছর আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আমাদের বাংলার অপর এক অভিনেতা পীযূষ গাঙ্গুলীরও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















