Adah Sharma on Sushant Singh Rajput: সুশান্তের বাড়িটা সত্যিই কি কিনেছেন অদাহ্? এতদিনে প্রকাশ্যে এল সত্যিটা
Adah Sharma News: সুশান্ত বান্দ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। নিজের স্বপ্নের মতো করেই সাজিয়েছিলেন তাঁর সেই বাড়ি। তবে সেখানেই শেষ হয়ে যায় তাঁর স্বপ্ন।
কলকাতা: সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-এর বাড়িতে থাকার খবর ছড়িয়ে পড়তেই যেন নতুন করে শিরোনামে অভিনেত্রী অদাহ্ শর্মা (Adah Sharma)। একসময়ে সুশান্ত যে বাড়িতে বাস করতেন, যে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের মৃতদেহ, বর্তমানে সেই ঘরেই থাকছেন অভিনেত্রী অদাহ্ শর্মা। কিন্তু সত্যিই কি তিনি সুশান্তের বাড়ি কিনেছেন? আজ পাপারাৎজিদের মুখোমুখি হয়ে সেই উত্তর দিলেন 'কেরালা স্টোরি'-র অভিনেত্রী।
এই খবর ছড়িয়ে পড়েছিল তখনই, যখন অদাহ্ প্রথমবার সুশান্ত যে বাড়িতে থাকতেন সেটি দেখতে যান। আসলে সুশান্ত বান্দ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। নিজের স্বপ্নের মতো করেই সাজিয়েছিলেন তাঁর সেই বাড়ি। তবে সেখানেই শেষ হয়ে যায় তাঁর স্বপ্ন। সেই ঘর থেকেই উদ্ধার হয় সুশান্তের নিথর দেহ। সুশান্তের মৃত্যুর পরে ওই অ্যাপার্টমেন্টে নাকি থাকতে চাইতেন না কেউই। বন্ধই পড়েছিল ওই অ্যাপার্টমেন্ট। তবে হঠাৎ অদাহ্ -কে দেখা যায় ওই অ্যাপার্টমেন্টে। সেখান থেকেই জল্পনা শুরু।
তবে প্রথমে এই বিষয়টা নিয়ে মুখ খুলতে চাননি অদাহ্ । জানিয়েছিলেন সব পাকাপাকি ঠিক হলে তবেই তিনি মুখ খুলবেন, হয়েছিলও তাই। কয়েকমাস পরেই দেখা গিয়েছিল, সুশান্তের অ্যাপার্টমেন্টে থাকতে এসেছেন অদাহ্। বাড়িতে পুজো করিয়ে নিয়ে গৃহপ্রবেশ করেছিলেন অদাহ্। সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি শেয়ার করে নিয়েছিলেন ছবি। একাধিক সাক্ষাৎকারে অদাহ্ জানিয়েছিলেন, সেই বাড়িতে থাকতে তাঁর কোনও সমস্যা হয় না তো বটেই, বরং ওই বাড়িতে ঢুকলে একটা ইতিবাচক ইঙ্গিত পান তিনি যা তাঁকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে। সেই কারণেই এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অদাহ্। মোটেই তাঁর সাহস সংগ্রহ করতে হয়নি ওই বাড়িতে থাকতে।
আজ পাপারাৎজিরা অদাহ্ -কে প্রশ্ন করেন তিনি ওই বাড়িটি কিনে নিয়েছেন কি না? উত্তরে অদাহ্ জানান, তিনি ওই বাড়ি কেনেননি। সুশান্তের মতোই ওই বাড়িতে ভাড়া থাকছেন তিনি। ওই বাড়ির মালিক আসলে মিস্টার লাঘওয়ানি নামের কেউ। তাঁর কাছ থেকেই বাড়িটি ভাড়া নিয়েছেন অদাহ্ । সঙ্গে অদাহ্ মজা করে বলেন, কেরালা স্টোরি যে ৩০০ কোটি উপার্জন করেছিল তার সবটাই তিনি পাননি।
আরও পড়ুন: Ditipriya Roy Birthday: মনের মানুষ নেই, তবুও দিতিপ্রিয়ার জন্মদিন সেজে উঠল কেক, ফুল আর আদরে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।