Rakhi Sawant: 'তালাকের হুমকি দিচ্ছে আদিল, ওর পরিবারও অস্বীকার করছে আমাকে', দাবি রাখীর
Rakhi Sawant Update: আদিলের বিরুদ্ধে মাইসুরুর এক ইরানি ছাত্রীর করা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে কর্ণাটক পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে। তাঁকে বুধবার আদালতে পেশ করা হয়।
নয়াদিল্লি: ফের বিস্ফোরক রাখী সবন্ত (Rakhi Sawant)। এবার তাঁর নিশানা স্বামী আদিল খান দুরানির পরিবার (Adil Khan Durrani Family)। রাখীর অভিযোগ আদিলের পরিবার তাঁকে অস্বীকার করেছে কারণ তিনি হিন্দু (Hindu)।
ফের বিস্ফোরক রাখী সবন্ত
রাখী সবন্তের নিশানায় এবার স্বামী আদিল দুরানির পরিবার। তাঁর দাবি, আদিলের পরিবারের তরফ থেকে রাখীকে অস্বীকার করা হয়েছে, বলা হয়েছে তিনি হিন্দু বলে তাঁর ওই পরিবারে ঠাঁই হবে না।
বুধবার মাইসুরু আদালতের বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, 'আদিলের আমার সঙ্গে বিয়ে হয়েছে। আমি সুবিচার চাই। আজ সকালে আমি ওঁর বাবার সঙ্গে কথা বলি। তিনি বললেন ওঁরা আমাকে গ্রহণ করতে পারবেন না কারণ আমি একজন হিন্দু। আমি যখন বললাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ওঁদের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তারপর থেকে তিনি আমার ফোন ধরা বন্ধ করে দিয়েছেন। আদিল বারবার আমাকে 'তালাক' দেবে বলে হুমকি দিচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমি ওকে ডিভোর্স দিতে চাই না। আমি ওঁর স্ত্রী। ওঁর বাবা খুব খারাপভাবে কথা বলেছেন আমার সঙ্গে। আমি মাইসুরুতে কাউকে চিনি না, কিন্তু আমি সুবিচার চাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাদের বিয়ের সমস্ত নথি রয়েছে। আমি এখন কোথায় যাব? আমার কী করা উচিত?'
রাখী বলে চলেন, 'এক বছর আগে মাইসুরুতে আদিলের সঙ্গে দেখা হয় আমার। আট মাস আগে বিয়ে হয়। আমি ইসলাম ধর্ম গ্রহণ করি ও আমাদের 'নিকাহ্' হয়। মুম্বইয়ে আমাদের বিয়ে রেজিস্টার্ড। ও আমাকে কথা দিয়েছিল যে আমাদের সন্তান হবে এবং একসঙ্গে অনেক কিছু করব।' রাখী সবন্তের দাবি, তিনি আদিলের জন্য ১.৬০ কোটি টাকা খরচ করেছেন।
আরও পড়ুন: Rupam-Arijit: সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে 'নতুন কাজের ঘোষণা' করলেন অরিজিৎ ও রূপম
প্রসঙ্গত, আদিলের বিরুদ্ধে মাইসুরুর এক ইরানি ছাত্রীর করা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে কর্ণাটক পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে। তাঁকে বুধবার আদালতে পেশ করা হয়, এবং সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
এর আগে, রাখীর করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে আদিলকে। রাখী সবন্ত অভিযোগ করেন যে আদিল তাঁর ওপর নির্যাতন করতেন। আদিল অভিনেত্রীর বাড়ি থেকে তাঁর জিনিসপত্র চুরি করেছেন বলেও অভিযোগ করেছেন রাখী। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন আদিল। স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও আনেন রাখী। আদিল তাঁদের সম্পর্ক ভেঙে বেরিয়ে যান এবং নতুন প্রেমিকার সঙ্গে বাস করছেন বলেও জানান রাখী।